আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৩৬
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে ৪১ রানে হেরেছে বাংলাদেশ। বোলাররা নিজেদের কাজটা করলেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি সুমাইয়া আক্তাররা। ভারতের ১১৭ রান তাড়ায় নেমে ৭৬ রানে গুঁটিয়ে যায় বাংলাদশের ইনিংস।
কুয়ালালামপুরের বুয়েমাস ওভালে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। দলীয় ২৫ রানে ২ উইকেট তুলে নেয় টাইগ্রেসরা। ভারতীয় ব্যাটার গঙ্গাদি তৃষ্ণা ও অধিনায়ক নিকি প্রসাদের তৃতীয় উইকেটের জুটিতে ৪১ রান নিয়ে ঘুরে দাঁড়ায় ভারত। তবে বাংলাদেশের মেয়েদের দারুণ বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে ৪৭ বলে সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার গঙ্গাদি তৃষ্ণা। ৩১ রানের বিনিময়ে ফারজানা ইয়াসমিন নেন দলীয় সর্বোচ্চ ৪ উইকেট। দুইটি ও একটি করে উইকেট নেন নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম। জবাবে প্রথম ৬ ওভারে ২ উইকেটে ৩৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। তবে পরের ৬ ওভারে বাউন্ডারি তো দূরের কথা, মোট রান আসে ৬। এই রানের মধ্যে আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। শেষমেষ সেই চাপ আর সামাল দেয়া যায়নি। শুরু হয় বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়। ২৬ বলের মধ্যে ১৩ রান তুলতেই বাকি ৬ উইকেট হারায় বাংলাদেশ। জয়ের প্রবল সুযোগ থাকলেও ১৮.৩ ওভারে বাংলাদেশের ইনিংস থামে ৭৬ রানে। ভারতীয়দের সাধ্যের মধ্যে আটকে রাখলেও ব্যাটারদের ব্যর্থতায় ফাইনাল হাতছাড়া হয় লাল-সবুজের কন্যাদের।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |