আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:১৬
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারে ঠিকানা পরিবহনের একটি বাসের চাপায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী নিহতের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা-আরিচা মহাসড়কের উভয়পাশে অবরোধ করা হলে তীব্র যানজটে আটকা পড়ে সড়ক ব্যবহারকারীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, গত শনিবার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজার সামনে দ্রæতগতির একটি বাস বেপরোয়া গতিতে আসা ঠিকানা পরিবহণের বাসচাপায় নিহত হন সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার। নিহত প্রত্যয় সরকার (৩০) মেহেরপুর জেলার গাংনি থানার জনাতন সরকারের ছেলে। প্রত্যয় কুমার সরকারের বাবা জনাতন সরকারও সিআরপি’র ওয়ার্ড বয় হিসেবে কাজ করেন। তিনি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় দ্বিতীয় দিনের মতো সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টা থেকে সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন । শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা-আরিচা মহাসড়কের উভয়পাশে অবরোধ করা হলে তীব্র যানজটে আটকা পড়ে সড়ক ব্যবহারকারীরা।
এ সময় অবরোধকারীরা বলেন, ঠিকানা পরিবহনের ঘাতক বাসচালক ও সহযোগীকে দ্রæত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। তারা আরোও বলেন, প্রত্যয় হত্যার সঙ্গে জড়িত ঘাতক বাসচালক ও সহযোগীদের গ্রেফতার করে শাস্তির আওতায় না আনা হলে আরো কঠিনতর কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, ‘অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |