আজ শুক্রবার | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৩রা রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:৫৯
রফিকুল ইসলাম, কুড়িগ্রাম।কুড়িগ্রামে ২৭ ডিসেম্বর শুক্রবার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে ।
জাসাস কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে ২৭ ডিসেম্বর শুক্রবার সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে জাসাস কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক জাকি মোঃ আহসান হাবিব সজিব এর সভাপতিত্বে শহীদ জিয়া পরিবারের জন্য দোয়া মাহফিল, আলোচনা সভা, বর্ণাঢ্য আয়োজনে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক জননেতা মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রধান আলোচক হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, বিশেষ অতিথি হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব উপস্থিত ছিলেন। জাসাস কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব নুর জামাল বাহাদুরের সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জাসাস কুড়িগ্রাম জেলা শাখার শিল্পীরা গান পরিবেশন করে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:04 PM |
Magrib | 5:24 PM |
Isha | 6:44 PM |