আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:১৪
শরীয়তপুর : শরীয়তপুরের জাজিরা থানা কমপ্লেক্সের ভেতর থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, আল-আমিনের মরদেহ জাজিরা থানার নতুন ভবনের ২য় তলায় ইন্সপেকশন বাংলো (পদ্মা) রুমের মধ্যে জানালার গ্রীলের সাথে ঝুলে থাকতে দেখা গেছে ।
শরীয়তপুরের পুলিশ সুপার ( এসপি) নজরুল ইসলাম জানান, সকাল ১১ টায় থানার পুলিশ সদস্য আজিজুল হক মোবাইল ফোনে অফিসের কাগজপত্র সিগনেচারে জন্য ফোন করলে ওসি আল-আমিন জানান যে তার একটু দেরি হবে।
এরপর সে অফিসে না যাওয়ায় জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুপুর ১ টার সময় থানার দ্বিতীয় তলার রুমে গেলে রুমের দরজা খোলা কিন্তু ভিড়ানো অবস্থায় দেখতে পায়। দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকে রুমের উত্তর পাশে জানালার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় ওসি আল-আমিন এর মরদেহ দেখতে পেয়ে থানার ডিউটি অফিসারসহ অন্যান্যদের জানায়। এরপর তিনি পুলিশ সুপারসহ বিভিন্ন কর্মকর্তাকে অবগত করেন।
খবর পেয়ে শরীয়তপুরের জেলা প্রশাসক আশরাফুজ্জামান, পুলিশ সুপার নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জাজিরা থানা কমপ্লেক্সে যান।
পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, ওসি আল-আমিনের মৃত্যুর সঠিক কারন এখন পর্যন্ত জানা যায়নি। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, ময়নাতদন্তসহ অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। তার মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আল-আমিনের পৈত্রিক বাড়ি বরিশাল জেলার মূলাদি থানায়। তিনি গত ১৪ সেপ্টেম্বর জাজিরা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।(বাসস
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |