আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৪০
কামরুল হাসান বাবলু :-বাংলাদেশ মহান জাতীয় সংসদের লক্ষিপুর রায়পুর ২আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কুয়েত প্রবাসী শহীদ ইসলাম পাপুল কুয়েতে গ্রেফতার হয়েছে মানব পাচার ,মানিলন্ডারিংয়ের দায়ে ।গতকাল রাত নয়টার পরে কুয়েত সিআইডির একটি শক্তিশালী গ্রুপ তাকে তার বাসা থেকে গ্রেফতার করে কুয়েত দাজিজের সিআইডি অফিস নিয়ে আসে এবং তাৎক্ষণিক ব্যাপক জিজ্ঞাসাবাদ করে ।জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার এক কুয়েতিকেও ডেকে আনে কুয়েত সিআইডি ।এই সময় ওই কুয়েতি অবৈধ ভিসা ব্যবসার সাথে তার এবং পাপুলের সম্পৃক্ততার কথা শিকার করে ।প্রতি ভিসায় পাপুল তাকে কুয়েতি ৫০০কেডি দেয়ার কথাও শিকার করে (বাংলাদেশি অর্থে প্রায় একলক্ষ ৫০হাজার টাকা পরিমান )।
এদিকে রাতেই সিআইডি পাপুলকে দুয়ারাআজম সিআইডির ডিটেনশন সেন্টারে একটি গোপনীয় কক্ষে আটকে রাখে এক কাপড়ে ।রাতভর নানাভাবে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় বাংলাদেশের এই এমপিকে ।এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন ।নির্ভরযোগ্য সূত্র থেকে এই তথ্য পাওয়া গিয়েছে ।
অন্যদিকে আজ সকাল ৮টায় দুয়ারাআজম ডিটেনশন সেন্টার থেকে দাজিজ সিআইডির দলটি তাকে নিয়ে আসে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য একই সাথে তাকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় দলটি ।আবারো রিমান্ডে নিয়েও তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করবে সিআইডির এই অভিজ্ঞ দলটি এমন তথ্য পাওয়া গিয়েছে ।
তার গ্রেফতারের সংবাদটি দ্রুতগতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পরে ।তারেই সূত্র ধরে বাংলাদেশের বহুল প্রচারিত টিভি চ্যানেল গুলিতে গুরুত্ব সহকারে প্রকাশ হয়ে পরে তার গ্রেফতারের সংবাদটি ।পাপুলের সাথে আরো কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এমন সংবাদও প্রকাশ হয় ।এদিকে তার গ্রেফতারের এই সংবাদটি কুয়েতের আরবি ও ইংরেজি
পত্রিকাগুলোতে গুরুত্ব সহকারে প্রাকাশ হয়ে পরে ।কুয়েতের আলোচিত একটি সংবাদ হিসেবে এটি এখন টক অফ পাপুলে পরিণত হয়েছে ।
তবে একটি বিশ্বস্থ সূত্র জানায়, কুয়েত সিআইডি পাপুলকে গ্রেফতারের আগেই বাংলদেশের জাতীয় সংসদের সাথে যোগাযোগ রক্ষা করে।একপর্যায়ে জাতীয় সংসদের দায়িত্বরত দপ্তর থেকে গ্র্রিন সিগন্যাল পায় অফিসিয়ালভাবে ।তার পর পরেই আনুষ্ঠানিক ভাবে তাকে গ্রেফতার করে কুয়েত সিআইডি ।
দূতাবাসের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম পাপুলের গ্রেফতারের কথা শিকার করেছেন বিভিন্ন গণমাধ্যমের কাছে ।
এদিকে পাপুলের গ্রেফতারে কুয়েত প্রবাসীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে ।অনেকে আল্লারকাছে শুকরিয়া আদায় করেছেন ।একই সাথে তার মেঝো ভাই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী মঞ্জুরুল আলম ,ছোট ভাই কাজী লিটনকেও গ্রেফতার জন্য কুয়েত প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন কুয়েত প্রবাসীও ভুক্তভুগীরা ।(7-6-2020)
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |