আজ মঙ্গলবার | ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫৯
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি:
মালয়েশিয়ায় চলছে রিক্যালিব্রেশান প্রক্রিয়ায় চারটি খাতে অবৈধদের বৈধতার সুযোগ। এ সুযোগকে অপব্যবহার করে যাতে কেউ ফায়দা লুটতে না পারে এ জন্য সরকার কঠোরভাবে পর্যবেক্ষন করছে জানিয়ে বৈধকরনের নামে হয়রানিমুলক কর্মকান্ডে অংশ নিলে সর্বোচ্চ তিন বছরের জেল এবং ২ লাখ রিঙ্গিত বা বাংলাদেশী টাকায় ৪০ লাখ টাকা জরিমানা হতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটির সরকার। শুক্রবার মালয়েশিয়ার সরকারি সংবাদ সংস্থা বারনামা’র উদ্ধৃত্তি দিয়ে এ খবর প্রকাশ করেছে জনপ্রিয় অনলাইন মালয়মেইল।
মানবসম্পদ মন্ত্রনালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয় ৩০ জুন ২০২১ পর্যন্ত চলা এ প্রক্রিয়ায় সরকার কোন এজেন্ট, ভেন্ডর বা তৃতীয় পক্ষ নিয়োগ দেয়নি। বৈধকরণ প্রক্রিয়ায় অংশ নিতে এখনও পর্যন্ত ১৭ হাজার ২’শ ৯২ জন কর্মীর জন্য ১’শ ১৩ টি আবেদনপত্র জমা পড়েছে বলেও এসময় জানানো হয়।
রিক্যালিব্রেশন প্রক্রিয়ার এ কার্যক্রম সরাসরি দেশটির শ্রম ও মানব সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানানো হয়।
উল্লেখ্য বৈধতার ঘোষণার পরপর-ই বৈধ করে দেয়ার নামে বরাবরের মতো কিছু অসাধু ব্যাক্তি অবৈধদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা সংগ্রহ করা শুরু করেছে। মুলত এসব অসাধূ ব্যাক্তির প্ররোচনায় না পড়তে অবৈধ কর্মীদের সচেতন করতেই সরকারের এ ঘোষণা।
Dhaka, Bangladesh সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:20 AM |
Sunrise | 6:40 AM |
Zuhr | 12:01 PM |
Asr | 3:02 PM |
Magrib | 5:22 PM |
Isha | 6:43 PM |