আজ বুধবার | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |২২শে রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫১
শাহ আলম ইসলাম নিতুলঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা হাসাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী আয়োজনে লস্করপুর খেলা মাঠে ১ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারমেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দেশ ব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয় ।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা মোঃ নাসিরুল আলম পলাশ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলে সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল,শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরাম এর সাধারণ সম্পাদক মোঃ জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, সুত্রাপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক কাওসার আহমেদ জজ, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সামসুল আলম, শামসুল হক, মুন্সীগঞ্জ জেলা যুবদলের মতি শেখ, হাসাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন মিন্টু, সভাপতি আতাহার হোসেন, শ্রীনগর উপজেলা যুবদলের ওমর ফারুক বাবু, সোহেল মাদবর, শ্রমিক দলের মানিক, শ্রীনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইসমাইল হোসেন টিপু,সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা ফাহিম, ফয়সাল আলী, আবির টুটুলসহ হাসাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া আয়োজন করা।
উল্লেখ্য ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তার ডাক নাম কমল। ১৯৭১ সালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেন তিনি। ১৯৭৫ সালের সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে আবারও আলোচনায় আসেন জিয়াউর রহমান। নানা পটপরিবর্তনের একপর্যায়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
Dhaka, Bangladesh বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:10 PM |
Asr | 3:16 PM |
Magrib | 5:38 PM |
Isha | 6:57 PM |