আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৩৭
কামরুল হাসান বাবলু :-কুয়েতে মানবপাচার ও মানি লন্ডারিংয়ের অভিযোগে আটক লক্ষ্মীপুর–-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলকে কারাগারে পাঠিয়েছে দেশটির আদালত।শনিবার ৬ জুন রাত সাড়ে ৯টায় তার বাসা থেকে তাকে গ্রেফতার করে ৬ই জুন দেশটির ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তাকে আটক করে এবং পরবর্তীতে কোর্টে উপস্থাপন করে ৭জুন রবিবার। কোর্ট তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ আমলে নিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন(দুয়ার আজমের সিআইডির আন্ডারগ্রাউন্ডের ডিটেনশন সেন্টারে)। দূতাবাসের বরাতে এ তথ্য মিলেছে।তবে রাষ্ট্রদূত বলেছেন, তাঁকে কেন আটক করা হয়েছে তা জানতে রোববারই দূতাবাসের তরফে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে। কিন্তু সোমবার বিকাল পর্যন্ত সেই চিঠির জবাব আসেনি। রাষ্ট্রদূত আরও বলেন, করোনা পরিস্থিতির কারণে বিকাল ৪টায় সব কিছু বন্ধ হয়ে যায়। তার ধারণা এ কারণে জবাব পেতে হয়তো দেরি হচ্ছে।এদিকে আগামী ২১ জুন কুয়েতের অফিস খোলা হবে ।
এদিকে পাপুলকে কারাগারে পাঠানোর যে সংবাদ রাষ্ট্রদূত দিয়েছেন তা সঠিক নয়।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, দুয়ার আজমের সিআইডির আন্ডারগ্রাউন্ডের ডিটেনশন সেন্টারের তিন নং রুমে রাখা হয়েছে পাপুলকে পুলিশ রিমান্ডে ।কোর্ট থেকে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্দান্ত না হবে তাকে এই ডিটেনশন রুমেই থাকতে হবে তা নিশ্চিত ।তবে বিভিন্ন তথ্য প্রমানে বুজা যায় তার বিরূদ্বে আনা মনোনবপাচার ,মানিলন্ডারিংয়ের অভিযোগ প্রমাণিত হলে তার সাজা হবে তা নিশ্চিত ।ইতিমধ্যে পাপুলের বিপক্ষে সিআইডি দপ্তরে বেশ কয়েকজন শ্রমিক সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছে একই সাথে তার কুয়েতি স্পনসর ও পাপুলের বিপক্ষে বয়ান দিয়েছেন সিআইডির কাছে ।পাপুলের সহযোগী হিসেবে আরো অনেকেই গ্রেফতার হতে পারেন কুয়েতে এমনটা জানা গিয়েছে বিশ্বস্থ সূত্র থেকে ।
অন্যদিকে কোর্টে নেয়ার আগে ব্যাপক জিজ্ঞাসাবাদে পাপুল অসুস্থ বোধ করলে সাময়িক চিকিৎসার জন্য ফরওয়ানিয় হাসপাতালে নিয়ে যায় ।চিকিৎসা শেষে তাকে কোর্টে নিয়ে যায় সিআইডি।
পাপুলের গ্রেফতারে প্রবাসীরা হতবাক নো হলে খুশি এবং আনন্দিত ।তারা যেভাবেই হউক তার যেন বিচার হয় তাই কামনা করেন প্রবাসীরা ।(8-6-2020)
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |