আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:১৪
pnbd24:-মানি লন্ডারিং ও মানব ও ভিসায় পাচারের অভিযোগ এনে তিনজন বাংলাদেশীর উপর একটি নিউজ গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে ১৩ ফেব্রুয়ারী দৈনিক আরবটাইমস ও ১১ই ফেব্রুয়ারী প্রথম সারি পত্রিকা আল-কাবাসে।এই তিন প্রতারকের পূর্ণাঙ্গ নাম ব্যবহার না করলেও তাদের নামের প্রথম আক্ষরিক শব্দ “এস ” দিয়ে একজন প্রবাসী বাংলাদেশী এমপি এবং একটি ব্যাঙ্কের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে একজনকে চিন্নিহিত করেছে ।আর সংবাদ প্রচারে “এস” শব্দটি প্রবাসী বাংলাদেশীদের কাছে অত্তান্ত গুরুত্ব নিয়ে এসেছে ।চলছে আলোচনা সমালোচনা ।কুয়েত প্রবাসী বাংলাদেশীরা জানেন এরা কারা।সোশ্যাল মিডিয়ায় ও জড় বয়ে চলছে।আল-কাবাশ পত্রিকাটির অনলাইন ভিউজ হয়েছে এই পর্যন্ত ৭৫ হাজারেরও উপরে ।
বিশেষ করে একমাত্র প্রবাসী সংসদ সদস্য হিসেবে যাকে অঙ্গুলি নিদর্শন করা হয়েছে তিনি মূলত মারফি কুয়েতিয়া কোম্পানির সিইও শহিদুল ইসলাম পাপুল ।তিনি বাংলাদেশের লক্ষীপুরের রায়পুর আসনের আওয়ামীলীগের সমর্থন পুষ্ট স্বতন্ত্র এমপি ।দৈনিক আরব টাইমস থেকে জানা যায় শুধু তার কোম্পনিতে সরকারি কাজে ক্লিনিং ভিসায় ২০হাজার শ্রমিক নিয়ে আসেন ।এই ২০ হাজার ভিসা বিক্রি করা হয় জন প্রতি ১৮,০০ থেকে শুরু করে ৩০০০ কুয়েতি দিনার পর্যন্ত ।এই অর্থ থেকে তিনি ৫০ মিলিয়ন কুয়েতি দিনার আয় করেছেন ।যা দিয়ে তিনি একটি ব্যাঙ্কের পরিচালনা পরিষদের সদস্য থেকে শুরু করে বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য পদও হন ।
আরো উল্লেখ রয়েছে একই সাথে তার নিয়ন্ত্রিত কোম্পানিতে কর্মরত কয়েক হাজার শ্রমিককে ৫মাসের বেতন পরিষদ করা হয় নাই ।তখনই তার কোম্পানির একটি লাইসেনসের কার্যক্রম স্থগিত করে সংশ্লিষ্ট করতৃ পক্ষ ।গত ডিসেম্বরের ৫ তারিখে তার কোম্পানির কিছু শ্রমিক কাজে যোগদান না করে ধর্মঘট করেন ।সেই সময় ওই সব শ্রমিক কুয়েতের সংশ্লিষ্ট কর্তৃপকের দপ্তরে অভিযোগ দায়ের করেন ।ওই ধর্মঘটের সংবাদটি দ্রুতগতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একই সাথে কুয়েতের জাতীয় পত্রিকাসহ বাংলাদেশের ব্যসরকারি টিভি চ্যানেল ও জাতীয় পত্রিকা গুলোতে গুরুত্ব সহকারে প্রকাশ হয় ।সেই থেকে কুয়েতের নানা সংস্থা এই কোম্পানিটির বিরুদ্দে তদন্তে নামে অত্তান্ত গোপনীয়তা রক্ষা করে ।এই তদন্তের সংবাদটি যখন বাংলাদেশী এই এমপি জানতে পারেন তখন তিনি ফাইলটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।ব্যর্থ হয়ে যায় তার সেই চেষ্টা।এমপি হওয়ার পরে তিনি যখন কুয়েতে যান তখন তিন বাংলাদেশ সরকারের একজন দূতের পরিচয় দিয়ে চলার চেষ্টা করেন ,এমনটা জানিয়েছেন কুয়েত প্রবাসী অভিজ্ঞ বাংলাদেশীরা ।এই তদন্তের সংবাদ প্রকাশ হবে এমনটা জানতে পেরে তিনি গত সপ্তাহে কুয়েত ত্যাগ করে বাংলাদেশে চলে আসেন খুব চুপি সরে।অভিযোগ রয়েছে প্রচুর অর্থ খরচ করে একটি পক্ষকে ম্যানেজ করেই তিনি কুয়েত ত্যাগে করেন ।
অন্যদিকে গত বছরের অক্টোবরে কুয়েত বাংলাদেশের দূতাবাসের অভিযোগের ভিত্তিতে একটি কোম্পানির প্রজেক্ট ম্যানেজার ও ভিসা ব্যাবসায়ি সাত্তার ভূঁইয়াকে কুয়েত সিটির আল-ওতানিয়া মার্কেটে তার অফিস থেকে গ্রেফতার করে কুয়েতের সিআইডি ।আর এই গ্রেফতারের পিছনে শহিদুল ইসলাম পপুলের হাত রয়েছে বলে জানা যায়।
এদিকে এমপির অপরাধের তদন্তের আগেই জে এম কোম্পানির সত্ত্বাধীকারী জনাব আবুজাফরকে কোনো প্রকার কারণ ছাড়াই শুধু ব্যবসায়ী দ্বন্দ্বের কারণে দূতাবাসের সহযোগিতায় তাকে দেশে পাঠিয়ে দেয়।যার কারণে কুয়েত প্রবাসীদের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয় । জাপরকে পাঠিয়ে দেয়ার অভিযোগ উঠে শহিদুল ইসলাম পপুলের বিরুদ্দে ।তখন এই গ্রেফতারের ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে বাংলাদেশী ব্যবসায়ী দের মাঝে ।সেই সময় ছোট বড়ো অনেক ব্যবসায়ী কুয়েত ত্যাগ করেন, অনেকে আবার দূতাবাস এবং ওই এমপিকে ম্যানেজ করে কুয়েতে থেকে যান।ওই সময় দূতাবাসের দায়িত্বরত উচ্চপদস্থ কর্মকর্তারাও সুযোগে সৎব্যবহার করে নানা ব্যবসায়ীকে দেশে পাঠিয়ে দেয়ার ভয় দেখানো এমন গুরুতর অভিযোগ রয়েছে দূতাবাসের বিরুদ্দে ।এর সব কিছুর সাথে ওই বাংলাদেশী এমপির সংশ্লিষ্টতা থাকার সংবাদটি বাংলাদেশী সমাজে প্রকাশ হয়ে যায় ।
আরেকজন ডাক সাইটের ব্যবসায়ী সিকদার বাচ্চু এই অভিযানের আগে থেকে তিনি কিছু আঁচ করতে পেরে ইউরোপের চলে যান।পরবর্তীতে তার অফিসের একজন কর্মকর্তাকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে কুয়েতের ইমিগ্রেশনের পুলিশ ,পরে অন্যানদের মতো তাকেও দেশে পাঠিয়ে দেয়া হয়।
অন্যদিকে অনেক ব্যবসায়ী ও শ্র্রমিক নাম প্রকাশ না করার সর্থে দেরিতে হলেও কুয়েত সিআইডির এই তদন্তকে সাধুবাদ জানিয়ে বলেছেন, ভিসার দাম বাড়িয়ে রাখা সহ শ্র্রমিকদের নেয্য পাওনা থেকে বঞ্চিত করার মূল কারিগর বাংলাদেশীএই এমপির বিরুদ্দে তদন্তে করে যে সাহসিকতার ও নিরপেক্ষতার পরিচয় দিয়েছেন তাতে তারা খুব আনন্দিত।এই তদন্তের আওতায় দূতাবাসের দায়িত্বরত কর্মকর্তাদের আনলে আসল রহস্য বের হয়ে যাবে বলে প্রবাসীরা মনে করছেন ।
এদিকে দৈনিক আল-কাবাসে এই ভিসা ব্যবসায়ীদের নিউজের প্রথম হেড লাইনে বাংলাদেশের জাতীয় সংসদের সরকার প্রধানসহ মাননীয় স্পিকার এর একটি পুঁটেজ দেয়ায় ক্ষোভের সঞ্চার হয়েছে প্রবাসী বাংলাদেশী সমাজে ।অভিজ্ঞ সুধীজনরা বলেছেন, একজন দুর্নীতি পরায়ণ এই প্রবাসী এমপির কারণে আজ প্রবাসে গোটা একটি দেশের ভাবমূর্তিতে আঘাত হেনেছে।এর একটি সংসদিয় তদন্তে করে বাংলাদেশী এমপির বিরুদ্দে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সংসদের স্পিকার সহ সরকার প্রধান মাননীয় প্রধান মন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন কুয়েত প্রবাসী সচেতন বাংলাদেশীরা।এই আল-কাবাসে শেষ একটি প্রশ্ন ছিল- অর্থ সাদা কি সহজ?(13-2-2020)
Bangladeshis brings in 20,000 workers, KD 50 million human trafficking racket bust
https://alqabas.com/watch/5750726-%D9%86%D8%A7%D8%A6%D8%A8-%D8%A8%D9%86%D8%BA%D8%A7%D9%84%D9%8A-%D9%87%D8%A7%D9%85%D9%88%D8%B1-%D8%AA%D8%AC%D8%A7%D8%B1%D8%A9-%D8%A8%D8%B4%D8%B1-%D9%81%D9%8A-%D8%A7%D9%84%D9%83%D9%88%D9%8A%D8%AA
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |