আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:৫৯
কামরুল হাসান বাবলু :: কুয়েতে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা আমির হোসেন ওরফে সিরাজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে সিআইডি। গেল ১৭ই আগস্ট সিআইডির একটি টিম নরসিংদীর মাধবদী থেকে তাকে গ্রেপ্তার করে।
সিআইডি জানায়, চারজন কুখ্যাত মানব পাচারকারী দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে মানবপাচার করে আসছিল। জনপ্রতি ছয় লাখের বেশি টাকার বিনিময়ে চক্রটি প্রায় নয়শো মানুষকে কুয়েতে পাচার করে। তারপর জাল-জালিয়াতির মাধ্যমে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের ভিসা নেয়া হয়েছিল। চারজনের চক্রটির তিনজন বাংলাদেশি আর একজন কুয়েতের নাগরিক। তারা কুয়েতে বিভিন্ন সময় কারাভোগ করেছে।
এ বিষয়ে আরো তথ্য উদঘাটনে আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে সিআইডির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে এই সিরাজ কুয়েতেও একবার গ্রেফতার হয় ।সেই সময় সিরাজের অন্য সঙ্গীরা কুয়েত ছেড়ে দেশে পালিয়ে আসে।একপর্যায়ে সিরাজ জামিনে মুক্তি পেয়েই দেশে অন্যদের মতো পালিয়ে আসে ।এর আগেই সিরাজের নানা কুকীর্তি নিয়ে primenewsbd24.com একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হয় ।অবশেষে দেশের সিআইডির হাতে গ্রেফতার হলো শ্রমিক খেকো নরসিংদীর সিরাজ ।19-8-2020
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |