আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৪৩
কামরুল হাসান বাবলু ::-আজও জামিন হয়নি কুয়েতে গ্রেফতার এমপি পাপুলের,পরবর্তী শুনানি আগামী ২৩ আগস্ট ।এদিকে কুয়েত সোলায়বীয়া কেন্দ্রীয় কারাগার থেকে আজ সকাল ৯ টায় কুয়েত সিটির মালিয়া কোর্টে নিয়ে আসে ।১১ টায় ৪তলার ১৬ নাম্বার এজলাসে বিচারকের সম্মুখে হাজির করা হয় ।এই সময় তার আইনজীবীরা জামিন চাইলে বিচারক তা বাতিল করে ২৩ আগস্ট রবিবার পরবর্তী তারিখ নির্ধারণ করেন ।আজ পাপুলের সাথে এই মামলায় সংশ্লিষ্ট থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল শেখ মাজেন আল জাররা আল সাবাহসহ মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা নওয়াব মতাইরি,হাসান খোদোরসহ পাপুলের কোম্পানির একজন ম্যানেজার রাশেদুল ও আরেকজন বাংলাদেশিকে কোর্টে তোলা হয় ।কিন্তু পাপুলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল শেখ মাজেন আল জাররা আল সাবাহ সহ কাহারো জামিন হয় নাই।এই অবস্থায় পাপুল,আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল শেখ মাজেন আল জাররা আল সাবাহ সহ অন্যদের পরবর্তী শুনানি পর্যন্ত আটক রাখার আটকাদেশ দিলেন উচ্চ আদালত ।
একটি বিশ্বস্থ সূত্র জানায় ,আজ ৯ আগস্ট রবিবার পূর্ণাঙ্গ শুনানি হওয়ার কথা থাকলেও তা হয় নাই।তবে পরবর্তী ২৩ আগস্ট তারিখেও পূর্ণাঙ্গ শুনানি নাও হতে পারে ।প্রতি দুই সপ্তাহ পর পর এই শুনানি চলবে ।শেষ পর্যন্ত পাপুলকে কারাগারেই থাকতে হবে ।
অন্যদিকে আজও পাপুলকে বেশ বিমূর্ষ দেখা গিয়েছে ।পাপুলকে হেন্ডকাপ পড়ায়ে নিয়ে আসা হয়ে একেই সাথে পাপুলকে এক কালারের জেলখানার পোশাক পরিহিত দেখা যায় ।পাপুলের মামলা নাম্বার ৯২৪১/2020 .
১৫ জুন কারাগারে পাঠানোর পর গত ২৫জুন ও ৯জুলাই,১৯জুলাই,২৭জুলাই এবং আজ ৯ আগস্ট রবিবার পাপুলকে মহামান্য বিচারকের সামনে হাজির করা হলো ।
মানবপাচার, অর্থপাচার, প্রতারণার অভিযোগে কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুলের নানা অপকর্মের তথ্য প্রমাণ পেয়েছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ।গত ৬জুন কুয়েতের মোশরেফ আবাসিক এলাকার ভাড়া বাড়ি থেকে কুয়েতের সিআইডি গ্রেফতার করে ।একনাগাড়ে ১০দিন রিমান্ডে থাকার পর জামিন না দিয়ে তাকে ১৫জুন কেন্দ্রীয় কারাগারে পাঠান কুয়েতের একটি আদালত । বর্তমানে পাপুল সোলাইবিয়ার কেন্দ্রীয় কারাগারের উমামি সেলে রয়েছে ।9-8-2020
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |