আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:০৭
ডেস্ক : দুবাইয়ের একটি আদালতে প্রতারণা মামলায় ‘দোষী সাব্যস্ত’ হয়েছেন সৌদি আরবের শ্রমমন্ত্রী আহমেদ আল-রাজি ও তার চার ভাই। ফিলিস্তিনি-কানাডিয়ান ব্যবসায়ী ওমর আয়েশের দায়ের করা মামলায় তাদের দোষী সাব্যস্ত করা হয়। সোমবার আলজাজিরা এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির উদ্ধৃতি মঙ্গলবার এ খবর জানিয়েছে ইয়েনি শাফাক।
খবরে বলা হয়েছে, বর্তমান সৌদি শ্রমমন্ত্রী আহমেদ আল-রাজি এবং তার ভাইদের বিরুদ্ধে প্রতিষ্ঠাতা আয়েশের শেয়ারসহ তামির হোল্ডিং ইনভেস্টমেন্টের মালিকানা ও সম্পত্তি বাজেয়াপ্ত করার অভিযোগ আনা হয়েছিল।
২৫ নভেম্বর আদালত ওই রায় দিয়েছিল বলে জানিয়েছে আলজাজিরা। ফিলিস্তিনের ব্যবসায়ীকে সৌদিমন্ত্রী ও তার ভাইদেরকে ৪৬২ দশমিক ৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ২০১৭ সালের মার্চ মাস থেকে বাৎসরিক ৯ শতাংশ লাভসহ এ অর্থ প্রদান করতে বলা হয়েছে। সম্পূর্ণ অর্থ পরিশোধ পর্যন্ত এ লভ্যাংশ বহাল থাকবে।
তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত কিংবা সৌদিমন্ত্রী আল-রাজি দেননি এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেননি।
অ্যারাবিক পোস্টকে মামলার বাদী আয়েশ বলেছেন, দুবাই আদালত সৌদিমন্ত্রী আহমেদ আল-রাজিকে প্রায় ২ বিলিয়ন দিরহাম পরিশোধ করতে বলেছেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |