আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:১৮
মোহাম্মদ জালাল উদ্দিন:-বাবা হারানো রেদোয়ানের দৃষ্টিতে এখন শুধুই অজানা এক বি’স্ম’য়ের ছাপ এদিক সেদিক তাকিয়ে যেন বাবার ফেরার অ’পে’ক্ষায় রয়েছে। সে হয়তো বুঝতেই পারেনি তার বাবা এখন না ফেরার দেশে চলে গেছে। আরিয়ান আহমেদ (৬) নামে এক ভাই ও রাইয়ান আহমেদ (১১মাস) নামে এক ভাই রয়েছে।
উল্লেখ্য, গত (১৪ অক্টোবর ) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের কাবিলাখাই গ্রামে ছাই দিয়ে মাছ ধরা নিয়ে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে যাওয়ার পথে তাজ মিয়া মা’রা যান। মৃ’’ত্যুর সময় তাজ মিয়া মিয়া স্ত্রী’’ জুমি বেগম সহ তিন সন্তানকে রেখে যান।
বাবাকে হারিয়ে ওই তিন শি’শু এখন অ’স’হায় হয়ে পড়েছে। তাদের কা’ন্না যেন আর থামছে না। বাবাকে হারিয়ে তারা বিলাপ করছে, অবুঝ এই শি’শুদের সান্ত্বনা দেওয়ার ভাষাও নেই স্বজন-প্রতিবেশীদের। এই শি’শুরা এখন কী’’ভাবে কোথায় থাকবে, তাদের ভবিষ্যৎ কী’’ হবে এ নিয়ে এখন তাদের স্বজন-প্রতিবেশীরা চিন্তিত। শি’শু তিনটির কা’ন্নায় চোখ ভিজে উঠছে তাঁদেরও। ভা’রী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।এ দিকে এলাকাবাসী জানান যায়, পরিবারের একমাত্র উপার্জন স’ক্ষ’ম ব্যক্তিটিকে হারিয়ে দু’চোখে শুধুই অন্ধ’কার দেখছেন। মা’থার ওপরের বিশাল আকাশটা যেন হঠাৎ ভেঙে পড়ল। যা কিছু জমানো স্বপ্ন-আশা, এক নিমিশে শেষ হয়ে গেল।
ছেলে হারা মা এবং স্বামী হারা স্ত্রী এখন পাগলপ্রায়। ছোট শিশুসহ পরিবারের সবাই এই হত্যাকান্ডের দ্রুত বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তাদের বিশ্বাস জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই ডাকে অবশ্যই সাড়া দিবেন দ্রত আসামীরা গ্রেফতার হবেন এবং ন্যায় বিচার পাবে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |