আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:১৯
সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :- টাঙ্গাইলের সখিপুরে সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভূমিদস্যু তুলা মিয়াকে লাখ টাকা জরিমানা করা হয়েছে।
৩ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালিয়া ভন্ডেশ্বর পাড়া এলাকায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার কালিয়া ইউনিয়নের ভন্ডেশ্বর পাড়া গ্রামের তুলা মিয়া সরকারি খাস জমি থেকে ভেকু বসিয়ে মাটি কেটে নিজের জমি ভরাট করছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান চালায়। এসময় আদালত ভূমিদস্যু তুলা মিয়াকে ১লাখ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এ দণ্ড দেওয়া হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |