আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:১০
মোহাম্মদ শরীফুল ইসলাম:- টাঙ্গাইলের সখিপুরে এক দিনে সংগ্রহ করা ১০টি নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে দুজন নারী ও ছয়জন পুরুষ। এ নিয়ে উপজেলায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা হলো ২২৬।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ আসমা আক্তার জানান, গত বৃহস্পতিবার ১০ জনের নমুনা সংগ্রহ করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। আজ রোববার আসা প্রতিবেদনে ৮ জনেরই ফলাফল ‘পজিটিভ’ আসে। সখিপুরে এ পর্যন্ত ১ হাজার ৪৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলায় করোনা শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত কারও মৃত্যু হয়নি। তবে উপসর্গ নিয়ে মৃত্যুর পর পরীক্ষায় দুজনের করোনা ‘পজিটিভ’ আসে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সখিপুরে নতুন করে শনাক্ত হওয়া আটজনের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার (৪৫), একজন কলেজ শিক্ষার্থী (২০), দুজন যুবক (২৬, ৩০), দুজন বৃদ্ধ (৬০, ৬৩) ও দুজন গৃহবধূ (২৪, ২৯) রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাহীনুর আলম বলেন, গত ২১ এপ্রিল ঢাকাফেরত কাঁচামাল ব্যবসায়ী রিপন মিয়া (৩৫) উপজেলায় প্রথম করোনা ‘পজিটিভ’ হন। এপ্রিল মাসে ৬ জন, মে মাসে ৪ জন, জুনে ১৫ জন, জুলাইয়ে ৩০ জন, আগস্টে সর্বোচ্চ ৮৬, সেপ্টেম্বরে ৫০, অক্টোবরে ১২, নভেম্বরে ১৫ ও ডিসেম্বরে এক দিনেই ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |