আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:৩৯
ডেস্ক : ফিটনেস পরীক্ষায় পাস করেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। এখন লটারির মাধ্যমে সোমবার দল নির্ধারণ হওয়ার পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলবেন তিনি।
রবিবার সকালে মিরপুরের ইনডোরে ফিটনেস টেস্ট দেন মাশরাফী। ফল পাওয়ার পর নিজেই দিয়েছেন খুশির খবরটা, ‘ফিটনেসের অবস্থা বেশ ভালোই আছে। আজ সকালে বিসিবির আয়োজনে ফিটনেস টেস্ট দিয়েছি। পাস করেছি। পরের ধাপ হিসেবে করোনা পরীক্ষার নমুনাও দিয়েছি।’
‘কালই (সোমবার) ফল পাওয়া যাবে। এরপর বিসিবির নিয়ম অনুযায়ী আমার দল চূড়ান্ত হবে বলে জানানো হয়েছে।’ মাশরাফীকে নিয়ে ইতিমধ্যে তিনটি দল আগ্রহ প্রকাশ করেছে। প্রথমে ফরচুন বরিশাল, পরে জেমকন খুলনা। মিনিস্টার গ্রুপ রাজশাহীও তার জন্য বিসিবিকে চিঠি দেয়।
নিয়ম অনুযায়ী, চাইলে ড্রাফটের বাইরে থেকে কোনও দল তাকে দলে নিতে পারবে। একাধিক দল আগ্রহ প্রকাশ করলে তখন লটারি করা হবে।
মাশরাফী সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন ১৬ মার্চ, ঢাকা প্রিমিয়ার লিগে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলাঘরের বিপক্ষে ৭ ওভার বল করেন। ৩৪ রান খরচায় সেদিন কোনো উইকেট পাননি। মেডেন ওভার ছিল একটি। ব্যাট হাতে করেছিলেন ১ রান।
তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন সবশেষ আন্তর্জাতিক ম্যাচ। ৬ মার্চ সিলেটে অনুষ্ঠিত সেই ম্যাচে ওয়ানডে অধিনায়কত্ব থেকে অবসরে যান মাশরাফী।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |