আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:২৭
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ – ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২০ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ‘ শীর্ষক এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। এ সময় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সফল নারী, সফল জননী নারী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করেছেন যে নারী ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় পাঁচ নারীর হাতে সম্মাননা স্বারক হিসেবে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) রাজিয়া আক্তার চৌধুরী। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, অধ্যক্ষ শরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হুসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা বেল্লাল হোসেন, প্রেস ক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, সফল জননী নারী রাশিদা বুলবুল প্রমূখ বক্তব্য দেন।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |