সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :- ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে এই প্রতিপাদ্য নিয়ে সখিপুর মানবাধিকার কমিশন ৭২তম বিশ্ব মানবাধিকার দিবস পালন করেছে। মানবাধিকার কমিশন সখিপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল এর নেতৃত্বে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালীটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মানবাধিকার কমিশন সখিপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল ,সাধারন সম্পাদক মো.মতিউর রহমান ভূইয়া,সহ-সভাপতি অধ্যাপক আহম্মদ আলী মিয়া, উপজেলা মহিলা শাখার সভাপতি তাহমিনা পারভীন মিনা,কালিয়া ইউনিয়ন শাখার সভাপতি খান মো.সেলিম,কাকড়াজান ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক ডিএম শরিফুল ইসলাম লেবু,বহুরিয়া ইউনিয়ন শাখার সভাপতি রিয়াজউদ্দিন,যাদবপুর ইউনিয়ন শাখার সভাপতি জয়েনউদ্দিন, গজারিয়া ইউনিয়ন শাখার সভাপতি তাইবুর রহমান,পৌর শাখার সাধারন সম্পাদক জাকির হোসেন রাজু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন,উপজেলা শাখার যুগ্ম সম্পাদক কামরুল হাসান।পিসিআরসিডিপি-পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট ও উপজেলা মানবাধিকার কমিশন যৌথ উদ্যোগে সখিপুরে ৭২তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়।