আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:১১
বিডি দিনকাল ডেস্ক :- আপনারা জানেন, আজ দেশের ৬টি উপজেলা পরিষদ চেয়ারম্যান, ১টি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উপনির্বাচন, ৪টি পৌরসভার সাধারণ নির্বাচন এবং ৬টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বন্ধুগণ,
গত ৭ ডিসেম্বরের প্রেস-ব্রিফিং করে আপনাদের মাধ্যমে জাতিকে এসব নির্বাচনের হাল হাকিকত জানিয়েছিলাম এবং নির্বাচন কমিশনকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে জনগণের স্বাধীন ভোটাধিকারের মাধ্যমে স্থানীয় সরকার তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করার অধিকার ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়ে ছিলাম।
একই বিষয়ে নিয়ে বিএনপির পক্ষ থেকে ৮ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনের বরাবরে সুনির্দিষ্ট ঘটনা উল্লেখ করে স্মারক লিপি প্রদান করা হয়। আমরা আশা করেছিলাম, নির্বাচন কমিশন তৃণমূলের ভোটাধিকারের কথা বিবেচনা করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবে। কিন্তু, দূর্গাভ্যজণক হলেও সত্য, তারা তা করে নাই। বরং তাদের র্নিলিপ্ততা, অধিকাংশ জায়গায় তাদের পক্ষপাতিত্বমূলক আচরণে ক্ষমতাসীন দলের প্রার্থী ও তাদের সমর্থকরা আরো বেপরোয়া হয়ে প্রশাসনের সহযোগিতায় নির্বাচনের পরিবেশ বিনষ্ট করেছে।
গতরাত থেকে প্রায় প্রতিটি নির্বাচনী এলাকায় দলের প্রার্থী ও তাদের সমর্থকরা ত্রাসের রাজত্ব কায়েম করে। স্বেত সন্ত্রাস চালিয়ে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে ভোট কেন্দ্রের আশে-পাশে সশস্ত্র অবস্থান নিয়ে ভীতিকর এবং অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে।
আজ সারাদিন, বিএনপি কেন্দ্রীয় দফতর থেকে সারাদেশে এসব স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষন করা হয়।
নোয়াখালী জেলা
বেগমগঞ্জ উপজেলা : আজ বেগমগঞ্জ উপজেলা নির্বাচনে সকল ভোট কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে আওয়ামী লীগ কর্মীরা দখল করে নেয়। প্রশাসনের সহযোগিতায় অবাধে নৌকা মার্কায় সিল মারে আওয়ামী নেতাকর্মীরা। এই নির্বাচনে গত ৭দিন যাবৎ রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাস চালিয়ে আতঙ্কের জনপদে পরিনত করা হয়। ক্ষমতাসীন দলের কর্মীরা নিজেরাই সিএনজিসহ বিভিন্ন পরিবহনে আগুন দিয়ে সেই ঘটনার দায় বিএনপি’র উপর চাপিয়ে গায়েবি মামলা দায়ের করে বিএনপি’র ২ শতাধিক নেতাকর্মীকে এলাকা ছাড়া করে। ছবি সংযুক্ত।
ফরিদপুর জেলা
সদর পৌরসভা : ধানের শীষের সকল এজেন্টদের বের করে দিয়ে নৌকায় ভোট দিতে বাধ্য করেছে সাধারণ ভোটারদের এবং ধানের শীষ প্রার্থী ও সাংবাদিকদের উপর হামলা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। এতে দিনকাল পত্রিকার সাংবাদিক নুরুল ইসলামসহ অসংখ্য সাংবাদিকদের আহত করা হয়। ছবি তুলতে গেলে ক্যামেরা ছিনিয়ে নেয়া হয়। ভোট কেন্দ্রে সাধারণ ভোটাররা প্রবেশ করা মাত্রই সেখানে আগে থেকে উপস্থিত থাকা আওয়ামী লীগের কর্মীরা ফিঙ্গার প্রিন্ট নিয়ে তাদের ভোট নিজেরাই দিয়ে দেয়। সারাদিনই ভোট কেন্দ্রের সামনে পৌর এলাকার বাহির থেকে আওয়ামী লীগ কর্মীদের এনে জমায়েত করে সাধারণ ভোটার ও বিএনপি’র সমর্থকদ ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা প্রদান করা হয়।
মধুখালী পৌরসভা : মধুখালী পৌরসভায় আজ দুপুরের পর থেকে সকল ভোট কেন্দ্র দখল করে নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকল ভোট কেন্দ্র নিজেদের দখলে নিয়ে ব্যালটে নৌকা প্রর্তীকে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে।
নওঁগা জেলা
রানীনগর উপজেলা : রানীনগর উপনির্বাচনে আজ সকাল ৯ টার মধ্যে ধানের শীষ প্রার্থীর বাড়ির আশেপাশের ৩টি ভোট কেন্দ্র বাদে বাকি সকল কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্ট এবং সমর্থকদের মারধর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এখনপর্যন্ত প্রশাসন ও আওয়ামী সন্ত্রাসীদের হামলা অব্যাহত রয়েছে। এই উপজেলা নির্বাচনে ধানের শীষ প্রার্থীর এজেন্টসহ ৬০ জনের অধিক নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়েছে। গুরুত্বর আহত কয়েকজনকে হাসপাতলে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
পাবনা জেলা
ঈশ্বরদী ও বেড়া উপজেলা : এই দুটি উপজেলা চেয়ারম্যানের উপনির্বাচনে আজ সকাল ৯ ঘটিকার মধ্যে সকল ভোট কেন্দ্র থেকে ধানের শীষের সকল এজেন্টদের মারধর করে বের করে দিয়ে নৌকা প্রতীকে সিল মারছে আওয়ামী লীগের নেতা কমীরা। সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা প্রদান কার হয়। আওমী লীগ কর্মীদের বাইরের এলাকা থেকে এনে লাইনে দাড় করিয়ে দিয়ে সাংবাদিকদের দেখানো হয় ভূয়া ভোটার লাইন।
যশোর জেলা
বাঘারপাড়া উপজেলা : চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটের আগের রাতেই আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিটি ভোট কেন্দ্রই দখলে নিয়ে উৎসব মুখর পরিবেশে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে ফেলে। গতকাল দিনের বেলা থেকে রাত পর্যন্ত নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে বোমা ফাটিয়ে নৈরাজ্য ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে বিএনপি নেতাকর্মী ও সমর্থকসহ সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেয়া হয় নাই। সারাদিনই আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দ্র দখল করে রাখে।
কুড়িগ্রাম জেলা
রৌমারী উপজেলা : দাঁতভাঙ্গা ইউনিয়ন, বন্ধবেড় ইউনিয়ন ও চর শৈলমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের আগের দিন রাতেই ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা সকল ভোট কেন্দ্রগুলো তাদের দখলে নেয়ার চেষ্টা করে।
নরসিংদী জেলা
মনোহরদী উপজেলা : আজ গোতাসিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল ভোট কেন্দ্র থেকে ধানের শীষ এজেন্টদের বের করে দেয় এবং নৌকা প্রতীকের লোকজনদেরকে দিয়ে কেন্দ্রের বাহিরে লাইন ধরিয়ে রাখে কিন্তুু ভিতরে নিজেরাই নৌকা প্রতীকে ভোট দিচ্ছে।
প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা,
আপনারা জানেন, বর্তমান সরকার ও তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন নির্বাচনী ব্যাবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আজ বিভিন্ন এলাকায় নির্বাচনের নামে তামাশা করা হয়েছে। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে সন্ত্রাসীদের মাধ্যমে জনগণের রায় ছিনতাই করা হয়েছে। ঐসব এলাকার জনগণ ঘৃণাভরে নির্বাচন প্রত্যাখ্যান করেছে।
আমরা গনতন্ত্রের বৃহত্তর স্বার্থে নিয়ন্ত্রিত নির্বাচনের সীমিত সুযোগ কাজে লাগিয়ে ভোট উৎসব সৃষ্টি করে নির্বাচনকে স্বার্থক করতে চেয়েছিলাম। কিন্তু, ব্যার্থ, অযোগ্য, ফ্যাসিষ্ট সরকার তার আজ্ঞাবহ প্রশাসন ও নির্র্বাচন কমিশনকে দিয়ে এই নির্বাচনকে ব্যার্থ করে দিয়েছে।
আমরা নির্বাচনের নামে তামাশা, প্রহসনের তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে পূণ: নির্বাচন দাবী করছি।
প্রেস-ব্রিফিংয়ে উপস্থিত নেতৃবৃন্দ :
বিএনপি’র গণশিক্ষা বিষয়ক সম্পাদক- সেলিম ভূইয়া, ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক- সেলিমুজ্জামান সেলিম, ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক- ওয়ারেস আলী মামুন, কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি- আনোয়ার হোসেন, বিএনপি’র কেন্দ্রীয় সদস্য- মশিউর রহমান বিপ্লব, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক- কামরুজ্জামান দুলালসহ প্রমুখ।(BNP PRESS BRIEFING-10-12-2020)
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |