আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪৩
ডেস্ক : চীনের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক সাংবাদিকসহ ৩ জনকে আটক করেছে দিল্লী পুলিশ। তাদের মধ্যে একজন নেপালের নাগরিক, একজন চীনের ও একজন ভারতীয় সাংবাদিক রয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) তাদের আটকের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করে দিল্লী পুলিশ।
আটকদের বিরুদ্ধে ভারতের সীমান্ত কৌশল ও সেনা মোতায়েন সংক্রান্ত গোপন তথ্য সংগ্রহের চেষ্টার অভিযোগ আনা হয়। এতে দিবা করা হয়, চীনা গোয়েন্দা সংস্থার হয়ে তথ্য সংগ্রহ করতে এই দুই বিদেশি নাগরিক দিল্লি ভিত্তিক এক ফ্রিল্যান্স সাংবাদিককে বিপুল পরিমাণ অর্থ দিয়েছেন।
আটক ভারতীয় সাংবাদিকের নাম রাজিব শর্মা (৬১)। তিনি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে বিভিন্ন গণমাধ্যমে কাজ করে আসছেন বলে জানিয়েছে এনডিটিভি। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিক রাজিব শর্মা দিল্লির পিতমপুরায় বসবাস করেন। গত সোমবার তাকে আটক করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। তার কাছ থেকে বেশ কিছু প্রতিরক্ষা সংক্রান্ত গোপন নথি পাওয়া গেছে। তদন্ত এখনও চলছে আর সময়মতো আরও বিস্তারিত তথ্য জানানো হবে।
ভারতীয় পুলিশের দাবি, প্রতিটি গোপন নথির জন্য রাজিব শর্মা এক হাজার ডলার করে পেতেন। আর গত দেড় বছরে তাকে ৩০ লাখ রুপি পরিশোধ করা হয়েছে। চীনের সরকারি দলের মুখপাত্র বলে পরিচিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে লিখতেন রাজিব। ২০১৬ সালে তার সঙ্গে যোগাযোগ স্থাপন করে চীনা গোয়েন্দারা।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |