আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৪৪
লেবানন:- লেবানন থেকে দেশে ফিরে যেতে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন করেছে বৈধ কাগজপত্র বিহীন প্রবাসী বাংলাদেশীরা। আজ সোমবার বেলা ১১টায় এই মানববন্ধন করা হয়। তবে দূতাবাস ভবনের সামনে পুলিশ পহাড়া থাকায় মানববন্ধনকারীরা দূবাসের সামনে মেইন রোডের চৌরাস্তার গোল চত্তরে অবস্থান নেয়।
দীর্ঘ রাজনৈতিক অস্থিরতায় এক বছরেরও বেশি সময় ধরে লেবাননে চলছে অর্থনৈতিক সংকট, সেই সঙ্গে মহামারি করোনা ও বৈরুত পোর্টে ভয়াবহ বিষ্ফোরণে স্থবির হয়ে পড়েছে লেবানন। আর এরই জেরে কাজ হারিয়েছেন হাজারো প্রবাসী। কারো চাকরি থাকলেও মিলছে না ন্যায্য প্রাপ্য। বাসা ভাড়া ও খাবারের খরচ যোগাতেই মরিয়া প্রবাসীরা। কেউ চলছে দেশ থেকে টাকা এনে। আর সব চেয়ে বেশি বিপাকে পড়েছে দরিদ্র সীমার নিচে বসবাসকারী প্রবাসীরা।
না পারছে নিজে চলতে, না পারছে দেশের পরিবারকে সামাল দিতে। যাদের চাকরি রয়েছে তাদের বাংলাদেশি টাকায় ৬ থেকে ৮ হাজার টাকার বেশি বেতন পাচ্ছেন না। তাই দেশে ফিরতে মরিয়া এ সব প্রবাসী।তাদের দাবি দূতাবাসের আউট পাশের মাধ্যমে দেশে ফেরার।
মানবন্ধনকারী প্রবাসীরা বলেন, এই ডিসেম্বরের মধ্যে দেশে ফেরাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। চলতি মাসে দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ না করলে আবারও রাস্তায় নামবে বলে জানিয়েছেন তারা।
তবে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |