আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ২:৫০
ঢাকা : গতকাল সোমবার বঙ্গবন্ধু কাপের এলিমিনেটরে ঢাকা-বরিশাল ম্যাচে সতীর্থ নাসুম আহমেদের গায়ে হাত তুলতে উদ্যত হন মুশফিকুর রহীম। এমন আচরণে ওঠে সমালোচনার ঝড়। আগের দিনের প্রশ্নবিদ্ধর আচরণের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন মুশফিক।
আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা পোস্টে মুশফিক জানিয়েছেন, সোমবার ম্যাচ শেষেই নাসুমের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
ভবিষ্যতে এমন কিছু হবে না এমন প্রতিশ্রুতি দিয়ে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিখেছেন, ‘প্রথমেই আমি আমার সব ভক্ত ও দর্শকের কাছে ক্ষমা চাই গতকালের ম্যাচের ঘটনার জন্য। ম্যাচের পরই সতীর্থ নাসুমের কাছে আমি ক্ষমা চেয়েছি। দ্বিতীয়ত, আমি স্রষ্টার কাছেও ক্ষমা প্রার্থনা করছি। সবসময়ই মনে রাখার চেষ্টা করি, আমি সবকিছুর ওপরে একজন মানুষ এবং মাঠে যে আচরণ কালকে দেখিয়েছি, তা গ্রহণযোগ্য নয়। কথা দিচ্ছি, নিকট ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি মাঠের ভেতরে-বাইরে আর হবে না।’
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |