আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৩৪
ঢাকা : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১৫ কেজি ওজনের ১৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ। উদ্ধার হওয়ার স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা।
আজ বুধবার (১৬ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান কাস্টমস হাউজের প্রিভেন্টভ টিমের ডেপুটি কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারী করতে থাকে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আনুমানিক গতকাল রাত ১১টায় দুবাই থেকে আগত ফ্লাইট নং-EK-584 এর মাধ্যমে আসা যাত্রীর কাছ থেকে তার শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় ১৩০টি স্বর্ণে বার পাওয়া যায়, যার মোট ওজন প্রায় ১৫ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা। পাসপোর্ট অনুসারে যাত্রীর নাম লুৎফর রহমান মুন্সী। বাড়ি ময়মনসিংহ জেলায়। বয়স আনুমানিক ৫৩।
আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ বিষয়ে একটি ফৌজদারী মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |