আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:৪৫
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ- মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সিদ্ধি গ্রামে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গাদন খেলা অনুষ্ঠিত হয়। বুধবার (১৬ ডিসেম্বর) বিকালে ‘সিদ্ধি স্বেচ্ছাসেবী সংগঠন এ খেলা আয়োজন করা হয়। খেলা উপভোগ করতে হাজারো মানুষ ভিড় করে। ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত উপভোগ করে ঐতিহ্যবাহী এ খেলা। খেলায় দিগনগর পশ্চিশপাড়া ও পূর্বপাড়া দল গাদন খেলায় অংশ গ্রহন করে। নির্ধারিত সময়ে দিগনগর পূর্বপাড়া ৪-০ গাদনে পশ্চিমপাড়াকে হারিয়ে বিজয়ী হয়। এ সময় উপস্থিত ছিলেন ৩নং দিগনগর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান তপন, বীর মুক্তিযোদ্ধা ময়েন উদ্দীন বিশ্বাস, আব্দুল ওহাব ওয়াজেদ, সমাজসেবক জুমারত শেখ, কাতলাগাড়ী ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক আনিসুর রহমান, খুলনা বেতার শিল্পী বাবুল সরকার ও ইউপি সদস্য ভানু খাতুন। খেলার পৃষ্ঠপোষক ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান তপন জানান, কালের বিবর্তনে গ্রামবাংলা থেকে এসব খেলা হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য খেলার আয়োজন করা হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |