আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:০৭
তানজিনা আক্তার, অভিবাসন কর্মী:- আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘মুজিববর্ষের আহবান দক্ষ হয়ে বিদেশ যান’ এই স্লোগানকে সামনে রেখে আজ নানা আয়োজনে দিবসটি উৎযাপিত করছে। এমনদিনে সকল অভিবাসী নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত হোক এটাই নারী গৃহকর্মীদের দাবী। সরকারি তথ্য মতে এপর্যন্ত নয় লাখেরও বেশি নারী বিশ্বের বিভিন্ন দেশ কর্মসংস্থানের উদ্দেশ্য গমন করেছেন এর বড় অংশই গেছেন সৌদি আরবে। কিন্তু কত নারী দেশে ফিরেছেন তার সুনির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও করোনাকালীন সময়ে দেশে ফিরেছেন ৪৪ হাজারের বেশি নারী গৃহকর্মী। সাম্প্রতিক সময়ে সৌদি আরব সহ মধ্যেপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশী গৃহকর্মীদের উপর শারীরিক নির্যাতনসহ নানা নিপিড়ন, বঞ্চনা ও কৃতদাসের কথা আমরা জেনেছি। এই সকল নির্যাতনের শিকার ব্যক্তিদের বড় অংশই হচ্ছে অল্প বয়সী নারী। যদিও নারী অভিবাসনের ক্ষেত্রে সরকার থেকে বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে নারীরা কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশ গমন করতে পারবে। কিন্তু নারী অভিবাসনের একটি বড় অংশ যাচ্ছে ২৫ বছরের নিচে। দালালরা অল্প বয়সী মেয়েদের ২৫ বছর বা তার উদ্ধে দেখিয়ে জন্ম নিবন্ধন তৈরি করে পাসপোর্ট নিচ্ছে, এদিকে জন্ম নিবন্ধন থাকার কারনে হরহামেশাই তারা পাসপোর্ট দিয়ে যাচ্ছে। পরবর্তী ধাপ মেডিকেল পরিক্ষা, যেহেতু মেডিকেল পরিক্ষায় বয়স নির্ণয় পরিক্ষা বাধ্যতামূলক না সেক্ষেত্রে মেডিকেল সেন্টার গুলো অল্প বয়সী মেয়েরাও স্বাস্থ্য পরিক্ষায় উত্তীর্ণ হয়ে যাচ্ছে। আর বিএমইটি ছাড়পত্র, সেখানেতো কথাই নাই, তারা নাকি সবচেয়ে অসহায়। এরপর শেষ ধাপ বিমান বন্দর ইমিগ্রেশন, তারাই বা কি করবে, সবাই যেখানে দায়িত্বহীন! এমন দায়িত্বহীনের বলি হচ্ছেন কুলসুম, নদী, সিমা, আদুরী, জিয়াসমি, তুলিরমত ১৪/১৫ বছর বয়সী অনেক মেয়ে, যাদের কথা বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। যারা শিশু থেকে দালালদের হাতের ছোঁয়ায় হয়ে যাচ্ছে ২৫ বছর বয়সী নারী। আর স্বপ্নের প্রবাস থেকে ফিরতে হচ্ছে মানসিক ভারসাম্য হারিয়ে, অঙ্গহানি নতুবা অন্তঃসত্ত্বা হয়ে এমনকি বাক্স বন্দী নিথর দেহ। এমনি পরিস্থিতি থেকে রক্ষা পেতে স্বাস্থ্য পরিক্ষায় বয়সী নির্ণয় পরিক্ষা কি বাধ্যতামূলক নয়? পরিক্ষা শেষে ২৫ বছরের নিচে হলে আনফিট দেওয়ার বিধান চলু হলে নির্যাতনের হাত থেকে রক্ষা পাবে কুলসুমেরমত অনেক নারী আর নিশ্চিত করতে হবে আইনের বাস্তবায়ন ও ভুক্তভোগী নারীদের ন্যায় বিচার।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |