আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৩৯
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি:
করোনার আগে দেশে গিয়ে যারা লকডাউনে আটকে পড়েছেন তারা পরিস্থিতি স্বাভাবিক হলে আবার মালয়েশিয়ায় ফিরতে পারবেন বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারওয়ার। অভিবাসি দিবস উপলক্ষে আজ (শুক্রবার ) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাইকমিশনার বলেন, আটকেপড়া প্রবাসীদের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা মেয়াদ বাড়াতে পারবেন এবং তাদের নিজ নিজ মালিক ইমিগ্রেশন ডিজি’র কাছে আবেদন করে এ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আটকে পড়ারা যাতে সহজে আসতে পারে তা নিয়ে মালয়েশিয়ার সঙ্গে আলোচনা চলছে বলেও মন্তব্য করেন হাইকমিশনার গোলাম সারওয়ার।
‘মুজিববর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান, স্লোগানকে সামনে রেখে আয়োজিত আন্তর্জাতিক এ অভিবাসী দিবসে শুরু হয় স্থানীয় সময় বিকাল তিন টায়। সরকারের চলমান বিধি-নিষেধের কারণে দূতাবাসের ফেসবুক পেজে লাইভে অংশগ্রহণ করেন প্রবাসীরা।
প্রথম সচিব (শ্রম) ফরিদ আহমেদে’র সঞ্চালনায় সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিবের বাণী পাঠ করা হয়।
হাইকমিশনার গোলাম সারওয়ার তার বক্তব্যে বলেন, পাসপোর্ট দ্রুত ডেলিভারি দিতে ইতোমধ্যে হাইকমিশনে ৬ জনকে নিয়োগ দেয়া হয়েছে এবং আরো নিয়োগের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। মালয়েশিয়া পোস্ট অফিসের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে যাতে করে পাসপোর্ট মালয়েশিয়া দূর-দূরান্তে কর্মরত কর্মীদের সহজে পৌঁছে দেয়া যায়।
বৈধকরন নিয়ে হাইকমিশনার বলেন, রিক্যালিব্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ নিয়োগদাতা বা মালিক নির্ভর। না জেনে না বুঝে তাই কারো সঙ্গে আর্থিক লেনদেন না করার পরামর্শ দেন তিনি।
একই সঙ্গে অভিবাসী দিবসে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।
সভায় শ্রম কাউন্সেলর মো. জহিরুল ইসলাম বর্তমান পরিস্থিতি সম্পর্কে তুলে ধরেন এবং তাৎক্ষণিক দু’জন প্রবাসী’র হাইকমিশনের সেবা নিয়ে কথা বলার সুযোগ দেন।
এসময় হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |