আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫৭
এবার ৩টি চিনিকল যথাক্রমে- শ্যামপুর , মহিমাগঞ্জ, ও জয়পুরহাট চিনিকলের ইক্ষু একত্রে জয়পুরহাট চিনিকলে মাড়াই করা হচ্ছে । তিনটি মিলের মোট ১লাখ ৬২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১০ হাজার ৬শত ৯০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরনের হার ধরা হয়েছে ৬.০৬। এদিকে এ চিনিকলের শ্রমিকরা ৪ মাস ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন-যাপন করছেন। এছাড়া গত মৌসুমে চিনিকলের ১ হাজার ৩১৮ মেট্রিক টন চিনি অবিক্রিত অবস্থায় রয়েছে। যার দাম প্রায় ৮ কোটি টাকা। অপর দিকে আড়াই কোটি টাকার ১ হাজার ১৫৭ মেট্রিক টন চিটাগুড়ও পড়ে আছে মিল চত্বরে। ফলে শ্রমিক ও কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া সম্ভব হয়নি।
২১৭ একর জমির ওপর প্রতিষ্ঠিত ১৯৬২-৬৩ সালে মাড়াই মৌসুমে যাত্রা শুরু করা জয়পুরহাট চিনিকলটি পুঞ্জিভূত প্রায় ৪শ কোটি টাকা লোকসান গুনছে। এবার জয়পুরহাট চিনিকলে ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে চিনি উৎপাদন করে ৫ হাজার ১৭৫ মেট্রিক টন চিনি আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শ্রমিক/কর্মচারীদের বেতন বকেয়া ব্যাপারে জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. আবু বকর বলেন, করোনা পরিস্থিতি আর চিনিকলে উৎপাদিত চিনির তুলনায় খোলা বাজারে আমদানি করা চিনির মূল্য কিছুটা কম হওয়ায় সম্ভবত আমাদের চিনিগুলো বিক্রি হচ্ছে না ফলে আমরা বেতন ভাতা দিতে পারছি না। তবে বিষয়টি মন্ত্রণালয়ে জানিয়েছি তারা সমাধানে আশ্বাস দিয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |