আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:০২
বিডি দিনকাল ডেস্ক :- গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা ও ফুলছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ তোফায়েল আহমেদ গতকাল সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। আলহাজ¦ তোফায়েল আহমেদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ^াসী মরহুম তোফায়েল আহমেদ গাইবান্ধা জেলা ও ফুলছড়ি উপজেলা বিএনপি’র একজন বলিষ্ঠ নেতা হিসেবে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে মনেপ্রাণে কাজ করে গেছেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে তার সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি ছিলেন একজন সৎ, সজ্জন ও ধর্মপরায়ণ ব্যক্তি। তার মৃত্যু গাইবান্ধা জেলা ও ফুলছড়ি উপজেলা বিএনপি-তে বিরাট শুন্যতার সৃষ্টি করলো। আলহাজ¦ তোফায়েল আহমেদ এর মৃত্যুতে আমি তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি এবং দোয়া করছি মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব ও শোক বিহব্বল পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। আমি মরহুম তোফায়েল আহমেদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”CONDOLENCE OF BNP SEC GENERAL-21 DEC 20
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |