আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১০:০২
ডেস্ক : কোনোরকম সনদ ছাড়াই ১০ বছর ধরে রাজধানীর দু’টি ডেন্টাল ক্লিনিকে সেবা দিয়ে আসছিলেন জাহাঙ্গীর। এইচএসসি পাশ করেই দাঁতের চিকিৎসা করছিলেন জাহাঙ্গীর। কোনো রকম সনদপত্র ছাড়াই দশ বছর ধরে তিনি এই সেবা চালিয়েছেন রাজধানীর দুইটি ডেন্টাল ক্লিনিকে। রাজধানীর শান্তিনগর এবং মালিবাগে ওরাল ডেন্টাল ক্লিনিকের নামে দুইটি প্রতিষ্ঠানের কর্নধারও এই জাহাঙ্গীর। সোমবার দুপুরে র্যাবের ভ্রাম্যমাণ আদালত জাহাঙ্গীরকে দুই বছরের কারাদণ্ড দেয়।
শান্তিনগরের মসজিদ মাকেটের দোতলায় ওরাল ডেন্টাল ক্লিনিক। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় অভিযান পরিচালনা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটির কর্নধার জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ নিজেকে ডেন্টিস্ট পরিচয় দিয়ে প্রতারণা করার। র্যাব জানায়, আটক জাহাঙ্গীর এইচএসসি পাশ করে ডাক্তারি সনদ ছাড়াই চিকিৎসা দিয়ে প্রতারণা করেছে।
অভিযুক্ত ভুয়া ডেন্টিস্ট নুরুস সাফা জাহাঙ্গীর নিজেও গণমাধ্যকর্মীদের কাছে স্বীকার করেন প্রতারণার কথা। স্বাস্থ্য অধিদপ্তরের মেডিক্যাল অফিসার ডা. মাহামুদ উল্ল্যাহ জানান, জাহাঙ্গীর আরেক ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে প্রতারণা করছিলেন।
জাহাঙ্গীরকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি সিলগালা করে দেয়া হয়েছে তার দুই চেম্বার। ভুয়া চিকিৎসক শনাক্তে গোয়েন্দা সংস্থা এরইমধ্যে কাজ শুরু করেছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |