আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৪৪
সিলেট: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) আরআই ইন্সপেক্টর আবদুছ ছালাম ও আরও-১ এসআই খায়রুদ্দিনকে বরখাস্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে (মামলা নম্বর ও তারিখ) অনতিবিলম্বে জানানোর জন্য বলা হয়।
১০ ডিসেম্বর পুলিশ হেড কোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি (ডিএন্ডপিএস-১) মো. রেজাউল হক স্বাক্ষরিত পৃথক আদেশে এসএমপি কমিশনারকে এসব নির্দেশনা দেয়া হয়েছে।
এর আগে গত ২৩ অক্টোবর দীর্ঘদিন ধরে একই পদে থাকা ওই দুই পুলিশ কর্মকর্তার অনিয়ম-দুর্নীতি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপর পুলিশ হেড কোয়ার্টার্সের দুইজন কর্মকর্তা এসএমপির আরআই ইন্সপেক্টর আবদুছ ছালামের এবং একজন কর্মকর্তা আরও-১ এসআই খায়রুদ্দিনের বিষয়ে ব্যাপক তদন্ত করেন। তদন্তে সংবাদের সত্যতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আদেশ দেয়া হয়।
এ ব্যাপারে এসএমপির কমিশনার নিশারুল আরিফ বলেন, নির্দেশনা দুটি পেয়েছি। ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধী
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |