আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:০৬
মোড়েলগঞ্জ সংবাদদাতা:-বাগেরহাটের মোড়েলগঞ্জে বলইবুনিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি স্বপন কুমার মিস্ত্রী(৪৫) নামে এক ব্যাক্তিকে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আমবাড়িয়া গ্রামের স্বপন মিস্ত্রী তার বৃদ্ধা মায়ের নামের বয়স্ক ভাতার টাকা আত্মসাতের প্রতিবাদ করায় রবিবার রাত ৮টার দিকে কালিকাবাড়ি বাজারের কাছে তার ওপর হামলা করা হয়।
অভিযোগে বলা হয়েছে, ছুটিতে থাকা পুলিশ সদস্য সজিব ওরফে সমর ঢালী, স্থানীয় মেম্বর সুশীল ঢালীসহ ৫-৬ জনের একটি দল পরিকল্পিতভাবে স্বপনকে মারপিট করে রাস্তার পাশে ফেলে রাখে। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে মোড়েলগঞ্জ ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে স্বপনের বড় ভাই শিক্ষক প্রভাত কুমার মিস্ত্রী বলেন, ৬-৭ বছর ধরে তার মা কিরনী বালার নামের বয়স্কভাতার টাকা আত্মসাৎ করে আসছে সুশীল মেম্বর ও তার সহযোগীরা। এ ঘটনার প্রতিবাদ করায় স্বপনের ওপর হামলা করা হয়। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |