আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:০৩
বিডি দিনকাল ডেস্ক :- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর শোকবার্তা
২০ দলীয় জোটের শরীক দল বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “মরহুম এ এইচ এম কামরুজ্জামান এর মৃত্যু দেশের বর্তমান সংকটকালে অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক, অত্যন্ত নিষ্ঠার সাথে নিজ সংগঠনের দায়িত্ব পালন করেছেন। রাজনীতিবিদ হিসেবে তিনি সবসময় থাকতেন জনগণের পক্ষে। তিনি সরকারি চোখ রাঙানী উপেক্ষা করে নিজ আদর্শ, নীতি ও কর্তব্যকর্ম থেকে কখনোই বিচ্যুৎ হননি। বর্তমান স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা গণতন্ত্রকামী মানুষকে অনুপ্রাণিত করেছে। নিজ এলাকায় মানুষ হিসেবে তিনি ছিলেন অত্যন্ত সজ্জন ও বিনয়ী স্বভাবের। তিনি ছিলেন একজন মানবদরদী সমাজসেবক, জনকল্যাণমূলক নানা কাজের সাথে তিনি নিজেকে যুক্ত রেখেছিলেন।
তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত হয়েছি। আমি মরহুম এ এইচ এম কামরুজ্জামান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”CONDOLENCE OF BNP SEC GENERAL-29 DEC 2020
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |