আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৩৩
মাহমুদ হাসান:-কুশল বিনিময় করা একটি সামাজিক কাজ। তবে এ কাজে অনীহা অনেকের। এ কর্মটি অসাধারণ শিল্পিতভাবে করেন এমন একজনকে দেখছি প্রায় দুই দশক। দেখা হতেই এক লহমায় জেনে নেন সব তথ্য। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশুনা করে হয়েছেন সাংবাদিক। বার বার নির্বাচিত হয়ে নেতৃত্ব দিয়েছেন সাংবাদিকদের অভিজাত প্রতিষ্ঠান জাতীয় প্রেস ক্লাবের। সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে প্রায় সাড়ে আট বছর এবং আরো আট বছরের বেশী সময় দায়িত্ব পালন করছেন জাতীয় প্রেস ক্লাবের নানা পদে। ভদ্র-অমায়িক ব্যবহারের জন্য যেমন সাংবাদিক মহলে সুপরিচিত তেমনি একজন সদালাপী হিসেবেও সুনামের অধিকারী। যাকে নিয়ে এত কথা তিনি আমাদের প্রিয় সবুজ ভাই অর্থাৎ কামালউদ্দিন সবুজ। দল, মত নির্বিশেষ সাংবাদিকদের অত্যন্ত কাছের একজন মানুষ। নেতৃত্বে থাকুন বা না থাকুন রাত দু’টার সময়ও ফোনে পাওয়া সবুজ ভাইকে। জাতীয় প্রেস ক্লাবের শীর্ষ পদে থাকার সময় অনেক সময় কাটিয়েছি তাঁর রুমে। সে সময় গুরু-গম্ভীর আলোচনা যেমন শুনেছি তেমনি জেনেছি নানা অজানা বিষয়। পোশাক-পরিচ্ছদে অত্যন্ত পরিপাটি সবুজ ভাই বয়োজ্যেষ্ঠদের সাথে যেমন সময় কাটান তেমনি অনুজদের সাথে একাত্ন হয়ে যান কয়েক মুহূর্তে। এ এক বিরল গুণ।
শুধু সাংবাদিক হিসেবে পরিচয় দিলে ইলিয়াস খানকে ছোট করা হবে। কারণ ইলিয়াসকে একজন ‘সাংবাদিক নেতা’ বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তার সুহৃদরা। দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা ও বিদেশি গণমাধ্যমে কাজ করা ইলিয়াস পেশাদার সাংবাদিক হওয়ার আগেই নেতৃত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির। অমায়িক ভদ্রলোক, অত্যন্ত সজ্জন ও আড্ডাপ্রিয় ইলিয়াস খান। ইলিয়াস খানের অগণিত, ভক্ত ও অনুরাগী দেখে আমার মতো অনেকেই ঈর্ষান্বিত হবেন। বয়োজ্যেষ্ঠরা যেমন স্নেহ করেন, তেমনি প্রিয় সমবয়সীদের কাছে। আবার ছোটদের কাছে পূজনীয় গুরুজন। মাথা উঁচু করে চলা প্রখর আত্নমর্যাদা ও অসম্ভব আত্নবিশ্বাসী ইলিয়াস খান ভেঙে পড়েন না কোন কারণে। সাংবাদিক ইলিয়াস খানকে নিয়ে আলোচনা হলেই সাংবাদিক সংগঠন ও প্রতিষ্ঠানের নাম চলে আসবে। যেমন ঢাবিসাস, ডিআরইউ ও জাতীয় প্রেসক্লাব। সবগুলোতেই একাধিকবার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন ইলিয়াস খান।
পরিশেষে বলতেই হয় দক্ষতা ও যোগ্যতার পরীক্ষায় অনেক আগেই উত্তীর্ণ কামাল উদ্দিন সবুজ ও ইলিয়াস খান। পরিশেষে সবুজ ভাই ও ইলিয়াস খানের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছ!(লেখকঃ মাহমুদ হাসান,সাংবাদিক নেতা)
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |