আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:২৬
মোঃ নাসির, বিশেষ প্রতিনিধিঃইসরায়েলে ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন নেওয়ার পরও কমপক্ষে ২৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বিভিন্ন সূত্রের বরাতে রাশিয়ার গণমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল-১৩ এর তথ্যমতে, ফাইজারের ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও এ পর্যন্ত ২৪০ জন করোনা সংক্রমিত হয়েছেন।
নিয়ম অনুযায়ী, ফাইজারের ভ্যাকসিনের দুটি ডোজ নিতে হবে। গবেষণায় দেখা গেছে, ফাইজারের ভ্যাকসিনের একটি ডোজ নিলে ৮ থেকে ১০ দিনের মধ্যে ৫০ শতাংশ পর্যন্ত অ্যান্টিবডি তৈরি হয়। প্রথম ডোজের ২১ দিন পর নিতে হয় ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। এই ডোজটি দেওয়া হলে ৯৫ শতাংশ অ্যান্টিবডি তৈরি হয় বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। যদিও ফাইজার-বায়োএনটেকের টিকার সম্পূর্ণ ডোজ নেওয়ার পর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৫ শতাংশ থেকেই যায়।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভ্যাকসিন নেওয়ার পর প্রায় এক হাজার লোকের মধ্যে হালকা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। এর মধ্যে দুর্বলতা, মাথা ঘোরা এবং জ্বর আসা। ইনজেকশন দেওয়ার স্থানে ব্যথা, ফোলাভাব এবং লাল হয়ে যায়। এদের মধ্যে কয়েকজনকে কিছুদিন চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে বলে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |