- প্রচ্ছদ
-
- রংপুর
- রৌমারীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রৌমারীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
প্রকাশ: ৩ জানুয়ারি, ২০২১ ৩:৫২ অপরাহ্ণ
শামীম হোসাইন, রৌমারী প্রতিনিধিঃ-কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এতে অভ্যন্তরীণ কোন্দল ও মনমালিন্য ভুলে সবাইকে দলের ও দেশের স্বার্থে কাঁধেকাঁধ মিলেয়ে কাজ করার আহবান জানায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা।
রবিবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে বিএনপি’র দলিও কার্যালয়ের সামনে হতে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলিয় কার্যালয়ের সামনে এসে শেষ করা হয়। পরে মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেয়, রৌমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুবদলের সভাপতি মঞ্জুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম আকন্দ, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মশিউর রহমান পলাশ, আহবায়ক নাজমুল হোসাইন রানা ও সদস্য সচিব মাহমুদুল রিয়াদ ফারুক।
আলোচনা সভায় বক্তারা ছাত্রদলের ৪২বছরের গৌরব ও ইতিহাস তুলে ধরেন।
এছাড়াও রৌমারী উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।
অন্যদিকে রৌমারী উপজেলা ছাত্রদলের সাব্বির আহমেদের নেতৃত্বে সরকারী কলেজ ছাত্রদলের রেজাউল করিম মীমসহ রৌমারী সরকারী হাইস্কুল (সি জি জামান) মাঠে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেষে একটি র্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Please follow and like us:
20 20