আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৪৬
বিডি দিনকাল ডেস্ক :- আজ ৭ জানুয়ারি রাজধানীর নতুন বাজারের ভারতীয় দূতাবাসের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদের উদ্যোগে ফেলানী হত্যার এক দশকেও বিচার না পাওয়া এবং লাগাতার সীমান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন ও পথনাটকের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক কুড়িগ্রামের কিশোরী ফেলানীকে গুলি করে হত্যা করে প্রায় ৫ ঘণ্টা বর্ডারের কাঁটাতারে ঝুলিয়ে রাখার একদশক হওয়ার পরেও বাংলাদেশের জনগণ এখনো সেই হত্যাকাণ্ডের বিচার পায়নি বলে উল্লেখ করেন।মানববন্ধনে বক্তারা আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতার পরে বিগত পাঁচ দশকে প্রায় তিন হাজার মানুষ সীমান্তে হত্যার শিকার হয়েছে অথচ এই সময়ে বাংলাদেশের সরকারগুলো ভারতীয় সীমান্ত হত্যার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে বরাবরই ব্যর্থ হয়েছে।
বক্তারা আরো বলেন, “আমরা অত্যন্ত স্পষ্টভাবে ভারতীয় দূতাবাসের মাধ্যমে ভারত সরকারকে জানিয়ে দিতে চাই, অবিলম্বে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক বাংলাদেশের নাগরিকদের হত্যাকাণ্ড বন্ধ করতে হবে।এবং এর মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশের মানুষের স্বাধীন ও মর্যাদাপূর্ণ প্রতিবেশীর সম্পর্ক নিশ্চিত করতে হবে।
সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ যুব অধিকার পরিষদে আহ্বায়ক মোহাম্মদ আতাউল্লাহ বলেন, “বাংলাদেশ-ভারত প্রতিবেশী ও বন্ধুপ্রতীম দেশ।আমরা চাই ভারত প্রতিবেশীর সঙ্গে মানবিক আচরণ করুক। কিন্তু প্রতিনিয়তই ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি নাগরিকদেরদের হত্যা করছে।”
বাংলাদেশ যুব অধিকার পরিষদের সদস্য সচিব ফরিদুল হক বলেন,”বৈদেশিক বাণিজ্যের বাজার, ভারতীয় কর্মীদের কর্মবাজারে, স্বাস্থ্য সেবা সহ বহু দিক থেকেই বাংলাদেশ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আর সেই প্রতিবেশী দেশের নাগরিকদের সাথেই এইরকম অমানবিক আচরণ দশকের পর দশক বজায় রাখা কোন মানবিক রাষ্ট্রের কাজ হতে পারে না। ভারতের সাধারণ মানুষের সাথে বাংলাদেশের সাধারণ মানুষের কোনো দ্বন্দ্ব কিংবা বৈরীতা নেই। বরং দু’দেশের সাধারণ মানুষই একে অপরকে বন্ধু মনে করে। বিরোধিতা হচ্ছে ভারত রাষ্ট্রের সীমান্তে হত্যা কান্ডের নীতির প্রতি।”
এছাড়াও বাংলাদেশ যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমান, আরেক যুগ্ন আহবায়ক আবু তৈয়ব হাবিলদার ও বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুর রহমান সহ অনেকেই বক্তব্য রাখেন।
সমাবেশের শেষের দিকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের অন্যতম যুগ্ন আহবায়ক নাদিম হাসানের নেতৃত্বে সীমান্ত হত্যাকান্ডের উপরে রচিত ‘কাঁটাতার’ নামে একটি ছোট পথনাটক প্রদর্শিত হয়। এরপরে যুব অধিকার পরিষদের একটা প্রতিনিধিদল ভারতীয় দূতাবাসে সীমান্ত হত্যার প্রতিবাদে স্মারকলিপি দিতে গেলে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং স্মারকলিপি কেড়ে নিয়ে ছিড়ে ফেলে। সর্বশেষে পুলিশের সাথে যুব অধিকার পরিষদের নেতা কর্মীদের ধস্তাধস্তি ও ধাক্কা ধাক্কির মধ্যে দিয়ে প্রোগ্রাম শেষ হয়।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |