- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলের সর্বস্তরের মানুষের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলের সর্বস্তরের মানুষের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: ৭ জানুয়ারি, ২০২১ ১:১৬ অপরাহ্ণ
উজ্জ্বল রায নড়াইল প্রতিনিধিঃ-নড়াইলের নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান নড়াইলের কালিয়া উপজেলার সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেছেন। ৭জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)ফখরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুদা, সহকারি কমিশনার (ভূমি)মোঃজহুরুল ইসলাম, পৌরসভার মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা সুবির কুমার বিশ্বাস, মৎস্য কর্মকর্তা শেখ আবু রায়হান, কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম শেখ, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলাবাড়িয়া ইউপির সচিব মো. রেজাউল করিম, সদস্য মো. ইলিয়াছ আহম্মেদ, পাঁচগ্রাম ইউপির চেয়ারম্যান মো. জহুরুল হক মোল্যা, সালামাবাদ ইউপির চেয়ারম্যান মো. শামীম আহম্মেদ, বাঐসোনা ইউপির চেয়ারম্যান মো. ফোরকান মোল্যা, হামিদপুর ইউপির চেয়ারম্যান পলি বেগম, কালিয়া প্রেসকাবের সভাপতি মশিউল হক মিটু,কালিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি শোভন,সাধারন সম্পাদক পারভেজ শেখ, সরকারি শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজের অধ্যাপক তপন কুমার দাশ, কালিয়া , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ তরিকুল আলম ও মো. নজরুল প্রমুখ। মতবিনিময় সভায় বক্তাদের তুলে ধরা কালিয়া উপজেলার বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন নবাগত জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। এর আগে তিনি বগুড়া,কিশোরগঞ্জ, এবং লালমনিরহাটে উপজেলা নির্বাহি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি জননিরাপত্তা বিভাগের উপসচিব পদে দায়িত্ব পালন করেন।মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষসহ মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি , শিক্ষক , সাংবাদিক এবং সরকারি কর্মকর্তা কর্মচারিরা অংশ গ্রহন করেন। সভা শেষে নবাগত জেলা প্রশাসককে উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো সহ আই বি এন টেলিভিশনের প থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
Please follow and like us:
20 20