আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:০৮
ঢাকা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও সাবেক মেয়র সাঈদ খোকনের বক্তব্যে সরকারের দুর্নীতির চিত্র ফুটে ওঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার (১০ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব এ সব কথা বলেন।
বর্তমানে সরকারের দুর্নীতিও সর্বগ্রাসী রূপ পেয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ও বর্তমান মেয়রের বক্তব্য থেকেই তা প্রমাণিত।
এছাড়া ২০০৭ সালের ১১ জানুয়ারির দিনটিকে ভয়ংকর কালো দিবস উল্লেখ করে এ বছরের ১১ জানুয়ারি (সোমবার) ভার্চুয়াল আলোচনার সভার ঘোষণা দেন মির্জা ফখরুল।
করোনার ভ্যাকসিনের আমদানি নিয়ে অভিযোগ করে বলেন, তৃতীয় পক্ষকে করোনার ভ্যাকসিন আমদানির সুযোগ দিয়ে সরকার জনগণের সাথে অপরাধ করেছে।
এ সময় তিনি ভ্যাকসিন আমদানির দায়িত্ব বেক্সিমকোকে দেয়ায় উদ্বেগ প্রকাশ করেন।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |