আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:০১
মোহাম্মদ জালাল উদ্দিন ,কুয়েত: দেশটির অর্থনীতিতে সহায়তার জন্য এবং দেশের বাইরে অর্থ পাচার রোধ ও কুয়েতের বাইরে অর্থ স্থানান্তরের জন্য আড়াই শতাংশ ফি আরোপের আহ্বান জানিয়ে পাঁচ এমপি গতকাল একটি খসড়া আইন জমা দিয়েছেন।
এমপি ওসামা আল-শাহীন বলেছিলেন যে, তিনি এবং সংসদ সদস্য আবদুলাজিজ আল-সাকাবি, হামাদ আল-মাটার, খালেদ আল-ওতাইবি এবং শুয়াইব আল-মুয়াজরি বিলটি জমা দিয়েছেন।
ইংরেজি দৈনিক কুয়েত টাইমস সুত্রে প্রকাশ, প্রতিবছর কোটি কোটি দিনার কুয়েত থেকে স্থানান্তরিত হয়।
এমপি শাহীন বলেছিলেন যে, পরিসংখ্যানের ভিত্তিতে গত পাঁচ বছরে প্রায় ২১ বিলিয়ন কেডি কুয়েতের বাইরে স্থানান্তরিত হয়েছে – প্রতি বছর গড়ে ৪.২ বিলিয়ন ডলার।
তিনি বলেন, এই পরিসংখ্যানের ভিত্তিতে আশা করা যায় যে, প্রতি বছর এ জাতীয় ফি থেকে কয়েক কোটি দিনার সংগ্রহ করা হবে।
পূর্ববর্তী সংসদতে, সংসদ সদস্যরা কেবল তাদের নিজ দেশে প্রবাসী রেমিট্যান্সে পাঁচ শতাংশ ট্যাক্স নির্ধারণের অনুরূপ আইন জমা দিয়েছিলেন।
এই প্রস্তাবটি দেশের বাইরে সমস্ত অর্থ স্থানান্তরের উপর আড়াই শতাংশ ফি আরোপের আহ্বান জানিয়েছে।
সাংসদ শাহীন বলেন, এই ধরনের ফি প্রতি বছর কুয়েত থেকে অর্থ পাচার হ্রাস করবে।
পৃথকভাবে, সাংসদ হেশাম আল-সালেহ বলেছিলেন যে, তিনি কুয়েতের বাইরে অর্থ প্রেরণে শুল্ক আরোপের আহ্বান জানিয়ে একটি খসড়া আইন পেশ করবেন।
সংসদে এই প্রস্তাবটি পাশ হলে বিভিন্ন দেশের প্রবাসীদের বিড়ম্ববনায় পড়তে হবে ।এই সংবাদে প্রবাসীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |