আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:০৭
নাটোর : নাটোরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আব্দুল আলিম নামের এএসআই পদমর্যাদার ওই পুলিশ সদস্য রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল সোমবার দুপুরে মৃত্যুবরণ করেন।
করোনা উপসর্গ নিয়ে নাটোর জেলার সদর কোর্টে কর্মরত এএসআই আব্দুল আলীম মোল্লার মৃত্যুতে পুলিশ সুপার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
নাটোর পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, নাটোর জেলার সদর কোর্টে কর্মরত এএসআই আব্দুল আলীম মোল্লা করোনা উপসর্গ নিয়ে ৫ সেপ্টেম্বর থেকে রাজারবাগ পুলিশ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গতকাল দুপুর আড়াইটায় মৃত্যুবরণ করেন। তিনি একজন সৎ, দক্ষ ও নিষ্ঠাবান পুলিশ সদস্য ছিলেন।
১৯৯৫ সালে তিনি কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১২ সালে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হন। তার বাসা জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানাধীন দক্ষিণতাউসারা গ্রামে। দাম্পত্য জীবনে তিনি দুই সন্তানের জনক।
পুলিশ সুপার লিটন কুমার সাহা (পিপিএম) শোক প্রকাশ করে বলেন, দেশ ও জনগণের সেবায় জীবন উৎসর্গ করে তিনি ত্যাগের এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার অকাল মৃত্যুতে নাটোর জেলা পুলিশ পরিবার গভীরভাবে শোকাহত।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |