আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৪৯
নজরুল ইসলাম মানিক সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ- আশুলিয়ায় চালককে নৃশংস ভাবে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার(১৪ জানুয়ারি) সকালে আশুলিয়ার কাইছাবাড়ির এলাকার আঞ্চলিক সড়কের পাশে পরিত্যক্ত মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথার পিছনে জখমের চিহ্ন রয়েছে। নিহত অটোরিকশা চালকের নাম মোফাজ্জল হোসেন। নওগাঁ জেলার দামুরহাট থানার আড়ানগর গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। বর্তমানে আশুলিয়ার কাইছাবাড়ি এলাকার শাহাদাত হোসেনের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতো। নিহতের স্বজনের বরাত দিয়ে,এস আই জসিম উদ্দিন জানান, প্রতিদিনের মত আজ ভোর সাড়ে ৪ টার দিকে বাসা থেকে রিকশা নিয়ে বের হন। পরে সকাল ৮ টার দিকে স্থানীয়দের মাধ্যমে মরদেহ পরে থাকার খবর মেলে। প্রাথমিকভাবে ধারনাকরা হচ্ছে অটোরিকশার জন্য তাকে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের স্বজন বাদি হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলঅ দায়ের করেছেন।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |