- প্রচ্ছদ
-
- মিডিয়া
- রাণীনগর প্রেস ক্লাবের নিজস্ব ভবনের শুভ উদ্বোধন
রাণীনগর প্রেস ক্লাবের নিজস্ব ভবনের শুভ উদ্বোধন
প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২১ ২:২৫ অপরাহ্ণ
নওগাঁ জেলা সংবাদদাতা:- নওগাঁর রাণীনগর প্রেস ক্লাবের নিজস্ব ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। এসময় নব নির্বাচিত এমপি আনোয়ার হোসেন হেলাল কে সংবর্ধনা এবং প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি হারুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (অবসর প্রাপ্ত ) ড: মো: ইউনুছ আলী, সাবেক যুগ্ন সচিব ও টিএমএসএস এর নির্বাহী পরামর্শক মো: নাজমুল হক,বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর ডা: মতিউর রহমান মোল্লা, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন, রাণীনগর শের এর বাংলা মহাবিদ্যালয়ের অবসর প্রাপ্ত অধ্যক্ষ মোফাখ্খর হোসেন পথিক,রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ । এছাড়া নওগাঁ জেলা প্রেস ক্লাবের সদস্য মাসুদুর রহমান রতন,সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া লুলু,রাণীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ।
Please follow and like us:
20 20