- প্রচ্ছদ
-
- অপরাধ
- গৌরনদীতে বিএনপি নেতা জহিরউদ্দিন স্বপন এর বাসভবনে আ’লীগ সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর
গৌরনদীতে বিএনপি নেতা জহিরউদ্দিন স্বপন এর বাসভবনে আ’লীগ সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর
প্রকাশ: ১৭ জানুয়ারি, ২০২১ ১১:১১ পূর্বাহ্ণ
বরিশাল :- বরিশাল জেলার গৌরনদী ও আগৈলঝাড়া সংসদীয় এলাকার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতা জহির উদ্দিন স্বপনের বাসভবনে গৌরনদী পৌরসভা নির্বাচনে ধানের শীষের প্রার্থী জহির সাজ্জাদ হান্নান শরীফের মতবিনিময় সভায় আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর চালিয়েছে।
গৌরনদী পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও গৌরনদী পৌর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান খান মুকুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিএনপি দলীয় সাবেক সাংসদ জহিরউদ্দিন স্বপন ছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিএনপির সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের জানান, মূলত সংঘাত, সংঘর্ষ এড়াতে গৌরনদী পৌর এলাকার বাইরে ধানের শীষের প্রার্থীর উদ্যোগে নেতাকর্মীদের সাথে নির্বাচন সংক্রান্ত কর্ম-কৌশল ঠিক করতে ও আমার অন্যান্য রাজনৈতিক কর্মসূচীর সাথে খাপ খাইয়ে আমার বরিশালের বাসভবনে এ মতবিনিময়ের সভার আয়োজন করা হয়। আপনারা সকলেই জানেন, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে আমাকে নির্বাচনী প্রচারণা চালাতে একদিনের জন্য আমার গ্রামের বাড়ী সরিকলস্থ বাসভবন থেকে বের হতে দেয়া হয়নি। এমনকি নির্বাচনের ১ দিন আগে শত শত পুলিশ, বিজিবি সহ অন্যান্য বাহিনীর নেতৃত্বে আমার বাড়ী ঘেরাও করে বহু নিরাপরাধ নেতা-কর্মী গ্রেপ্তার করা হয়। আজকের ঘটনা বাস্তবিক অর্থে ৩০ ডিসেম্বরের আগে থেকে রাষ্ট্রযন্ত্রকে নগ্নভাবে ব্যবহার করে যারা লাগাতার সন্ত্রাস, হামলা, নির্বাচনি দখলদারিত্ব ও জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে তাদেরই কাজ বলে আমার বিশ্বাস। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
এই মুহূর্তে পুলিশ তার বাসভবন ঘিরে রেখেছে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন তিনি । অবরুদ্ধ অবস্থার পরিপ্রেক্ষিতে আশেপাশের বাড়ীর সাধারণ মানুষের মাঝে ব্যাপক আতংকের সৃষ্টি হয়েছে বলেও তিনি সাংবাদিকদের অবহিত করেন।
Please follow and like us:
20 20