- প্রচ্ছদ
-
- অপরাধ
- নওগাঁর রাণীনগরে ৩ জুয়ারীসহ আটক ৪
নওগাঁর রাণীনগরে ৩ জুয়ারীসহ আটক ৪
প্রকাশ: ১৭ জানুয়ারি, ২০২১ ৪:৩৪ অপরাহ্ণ
নওগাঁ জেলা সংবাদদাতা :নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩ জুয়ারীসহ ৪ জনকে আটক করেছে। রোববার দুপুরে উপজেলার পারইল এলাকা থেকে ওই জুয়ারীদেরকে আটক করা হয়।থানাপুলিশ জানায়,উপজেলার পারইল বুড়িপুকুর এলাকায় একটি পুকুর পাড়ে জুয়া খেলা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ ও একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতী টের পেয়ে বেশ কয়েকজন জুয়ারী পালিয়ে গেলেও পারইল বুড়িপুকুর গ্রামের দিলবর রহমানের ছেলে নূরইসলাম (২৫), এজেক আলীর ছেলে মুক্তার হোসেন (২৩) এবং পারইল হাটখোলাপাড়া গ্রামের ভজন চন্দ্রের ছেলে বাধন চন্দ্র (৩৫) কে আটক করে। আটককালে তাদের নিকট থেকে জুয়া খেলার বেশ কিছু সরঞ্জমাদী ও কিছু নগদ টাকা উদ্ধার করে পুলিশ। অপর দিকে শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার মিরাট উত্তরপাড়ার ছমির উদ্দীনের ছেলে মোকছেদ আলীকে গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার করা হয়। রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন,আটক জুয়ারীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
Please follow and like us:
20 20