আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:০৯
জাকির হোসেন সুমন : গত ২০ ও ২১ শে সেপ্টেম্বর অনুষ্ঠিত ইতালির ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ কারী ৩ বাংলাদেশী বংশ্বো ভূত প্রার্থী র মধ্যে ক্ষমতাশীন দলীয় জোট পার্তিত ডেমোক্রেটিক পার্টি ( পিডি ) র মনোনীত ভেনিসের ম্যাস্রে কার্পেনেদো সিটি কর্পোরেশনে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আফাই আলী নির্বাচিত হওয়ায় ভেনিসে বসবাস রত পিডি পার্টি র বাংলাদেশী নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান ।
গতকাল রাতে দেয়া ভোটের ফলাফলে কিশোরগঞ্জ জেলার আব্দুল্লাপুরের আব্বাস আলীর পুএ ( ৩৪ ) বছর বয়সী আফাই আলী ১১০ ভোট পেয়ে নির্বাচিত হন। দলীয় প্যানেলে তৃতীয় স্থান ও প্রায় ২ শতাধিক প্রার্থীর মধ্যে ১০ ম স্হান অধীকার করে নির্বাচিত হন । এই প্রথম কোন বাংলাশেশী ইতালির ভেনিসে মূলধারার রাজনীতিতে দলীয় মনোনয়ন নিয়ে ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বা চিত হলেন। আফাই আলি নির্বাচিত হওয়ায় , ইতালির বিভিন্ন শহর হতে বিভিন্ন রাজনৈতিক , সামাজিক ও আঞ্চলিক সংগঠনের পক্ষ থেকে গন যোগাযোগ মাধ্যমের মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। ফুলের শুভেচ্ছা কালে আফাই আলি সকলকে ধন্যবাদ জানান, তাকে সহযোগিতা করার জন্য। তিনি আরো বলেন , ভোটাররা ভোটের মাধ্যমে জয়যুক্ত করে তাকে যে দায়িত্ব দিয়েছেন তা যেনো সঠিক ভাবে পালন করতে পারি , কাজের মাধ্যমে বাংলাদেশের শুনাম যেনো ইতালিতে ছড়িয়ে দিতে পারি। সে সময় অন্যানের মধ্য বক্তব্য রাখেন , রফিকুল বারী , সৈয়দ কামরুল সারোয়ার , মোহাম্মদ মোস্তুফা , আব্দুল কুদ্দুস , আরফান মাষ্টার , দ্বীন ইসলাম প্রমূখ ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |