বিডি দিনকাল ডেস্ক :- সোমবার, জানুয়ারী ১৮, ২০২১, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, রাজশাহী জেলা বি এন পি’র সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী এ্যাড. কামরুল মনির ক্যান্সার আক্রান্ত হয়ে ভারতের নয়াদিল্লী একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাজশাহীর টিকাপাড়াস্থ নিজ বাসভবনে তার সহধর্মিণীর হাতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান প্রদত্ত নগদ অর্থ তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব অধ্যাপক শ্রী বিশ্বনাথ সরকার, রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম টুটুল প্রমুখ।