আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:২০
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা :- নওগাঁর আত্রাইয়ে গ্রামীণফোনের স্থানীয় পরিবেশন কার্যালয়ে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা গ্রামীণফোনের মিনিটকার্ড ও এমবিকার্ডসহ গ্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার দিবাত রাতের যে কোন সময় উপজেলা সদরে কৃষি ব্যাংকের বিপরীতে গ্রামীণফোনের স্থানীয় পরিবেশকের কার্যালয়ে।
জানা যায়, আত্রাই উপজেলায় গ্রামীণফোনের স্থানীয় পরিবেশক হিসেবে দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ খান। তিনি উপজেলা সদরে একটি বিল্ডিংয়ের ২য় তলায় গ্রামীণফোনের স্থানীয় পরিবেশকের কার্যালয় হিসেবে একটি ফ্ল্যাট ভাড়া নেন। গত রোববার দিবাগত রাতে অফিসের কার্যক্রম শেষে বিপুল পরিমান টাকার সীমকার্ড, মিনিটকার্ড ও এমবিকার্ডসহ অন্যান্য মালামাল রেখে তালাচাবি দিয়ে নিজ বাড়ি চলে যান। রাতের যে কোন সময় ছাদের শিরি রুম দিয়ে প্রবেশ করে কলাবশিবল গেটের ২টি তালা এবং দরজার একটি তালা ভেঙে ঘরে প্রবেশ করে স্টীলের আলমারির তালা ভেঙে গ্রামীণফোনের মিনিটকার্ড, এমবিকার্ড, ২টি মোবাইলফোন ও একটি ল্যাপটপসহ গ্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
সংবাদ পেয়ে গতকাল সোমবার সকালে ঘটনাস্থলে ছুটে যান আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, ওসি (তদন্ত) মোজাম্মেল হক কাজিসহ থানা পুলিশ। ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনা দৃষ্টে মনে হচ্ছে চোরেরা পূর্বপরিকল্পনা অনুযায়ী ঘটনা ঘটিয়েছে। আমরা খুব আন্তরিকতার সাথে বিষয়টি খতিয়ে দেখছি। তাদেরকে অভিযোগ করতে বলেছি। অভিযোগ পেলে দ্রæত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছিল।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |