আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৫১
লালমনিরহাট: লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাতীবান্ধা থানার দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার দুপুরে হাতীবান্ধা উপজেলার খানের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাতীবান্ধা থানার পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন, কনস্টেবল হাজী মুজিবুল ইসলাম।
জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার ফকির পাড়া এলাকায় কাজ শেষে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ধরে মোটরসাইকেলযোগে থানায় ফিরছিলেন এসআই আব্দুল মতিন, কনস্টেবল মুজিবুল ইসলাম। পথিমধ্যে উপজেলার খানের বাজার এলাকায় বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।
এতে তারা ছিটকে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পলাতক রয়েছেন। হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম মোবাইল ফোনে এসআই আব্দুল মতিন ও কনস্টেবল মুজিবুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি লালমনিরহাটে মিটিংয়ে এসেছিলাম। খবর পেয়ে থানায় রওনা করেছি।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |