শামীম হোসাইন, রৌমারী প্রতিনিধিঃ- কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ৩টি ইউনিয়নের মহিলা সংরক্ষিত আসনের ৯ জন ও সাধারণ ২৭ জন ইউপি সদস্য শপথ গ্রহণ করেছেন।
সোমবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলার সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল ইমরান।
এসময় আরো উপস্থিত ছিলেন-রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন।
এর আগে গত রোববার ১-নং দাঁতভাঙ্গা ইউনিয়নের নব-নিবার্চিত ইউপি চেয়ারম্যান এসএম রেজাউল করিম, ৬-নং চরশৌলমারী ইউনিয়নের নব-নিবার্চিত ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল ও ৩-নং বন্দবেড় ইউনিয়নের নব-নিবার্চিত চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে।