- প্রচ্ছদ
-
- রাজশাহী
- নওগাঁর রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নওগাঁর রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রকাশ: ১৮ জানুয়ারি, ২০২১ ৪:০৬ অপরাহ্ণ
নওগাঁ প্রতিনিধি:- নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার পারইল থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানাপুলিশ,জানায়,গত ২০১০ ইং সালের একটি মামলায় পারইল গ্রামের হরাই শাহার ছেলে হাবিজার শাহা (৫০) কে সাজা দেয় আদালত। এরপর থেকে সে পলাতক ছিল।রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই ফিরোজ হোসেন অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে।রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন,আদালতের গ্রেফতারী পরোয়ানায় শুধু সাজা প্রাপ্ত বলা আছে,তবে কত দিনের সাজা হয়েছে তা বলা নেই। সোমবার সকালে হাবিজারকে আদালতে সোর্পদ করা হয়েছে।
Please follow and like us:
20 20